প্রায় আড়াই মাস আগে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হয়েছেন। পদোন্নতি পেলেও তারাই এসপির দায়িত্ব পালন করে আসছেন। তবে তাদের অন্যত্র পদায়ন হওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আবদুল ওয়ারীশ, টাঙ্গাইলের এসপি সরকার আশরাফ হোসেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার এসপি এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির ডিসি মোহাম্মদ আনিসুর রহমান এবং এ বি এম মাসুদ হোসেন। এ ছাড়াও ডিএমপির গুলশান বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ, খুলনা অঞ্চল নৌ পুলিশের মোহাম্মদ শরিফুর রহমান, সিএমপির ডিসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোর জেলার এসপি প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির ডিসি আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। জানতে চাইলে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান গতকাল এ প্রতিবেদককে বলেন, তাদের পদোন্নতি যেহেতু হয়েছে পদায়নও হবে। তাদের জেলা থেকে আস্তে আস্তে পদায়ন করা হবে। এদিকে একই দিনে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ২৭ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়। এই পদোন্নতির পরই দ্রুত তাদের পদায়নের কথা থাকলেও দ্বাদশ জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে রেখে তাদের পদায়ন দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ সদর দফতরের একটি সূত্র।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
জেলার এসপির দায়িত্বে অতিরিক্ত ডিআইজিরা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর