প্রায় আড়াই মাস আগে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হয়েছেন। পদোন্নতি পেলেও তারাই এসপির দায়িত্ব পালন করে আসছেন। তবে তাদের অন্যত্র পদায়ন হওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আবদুল ওয়ারীশ, টাঙ্গাইলের এসপি সরকার আশরাফ হোসেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার এসপি এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির ডিসি মোহাম্মদ আনিসুর রহমান এবং এ বি এম মাসুদ হোসেন। এ ছাড়াও ডিএমপির গুলশান বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ, খুলনা অঞ্চল নৌ পুলিশের মোহাম্মদ শরিফুর রহমান, সিএমপির ডিসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোর জেলার এসপি প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির ডিসি আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। জানতে চাইলে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান গতকাল এ প্রতিবেদককে বলেন, তাদের পদোন্নতি যেহেতু হয়েছে পদায়নও হবে। তাদের জেলা থেকে আস্তে আস্তে পদায়ন করা হবে। এদিকে একই দিনে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ২৭ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়। এই পদোন্নতির পরই দ্রুত তাদের পদায়নের কথা থাকলেও দ্বাদশ জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে রেখে তাদের পদায়ন দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ সদর দফতরের একটি সূত্র।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা