প্রায় আড়াই মাস আগে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি হয়েছেন। পদোন্নতি পেলেও তারাই এসপির দায়িত্ব পালন করে আসছেন। তবে তাদের অন্যত্র পদায়ন হওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আবদুল ওয়ারীশ, টাঙ্গাইলের এসপি সরকার আশরাফ হোসেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার এসপি এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির ডিসি মোহাম্মদ আনিসুর রহমান এবং এ বি এম মাসুদ হোসেন। এ ছাড়াও ডিএমপির গুলশান বিভাগের ডিসি মো. শহিদুল্লাহ, খুলনা অঞ্চল নৌ পুলিশের মোহাম্মদ শরিফুর রহমান, সিএমপির ডিসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলার এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোর জেলার এসপি প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির ডিসি আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। জানতে চাইলে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান গতকাল এ প্রতিবেদককে বলেন, তাদের পদোন্নতি যেহেতু হয়েছে পদায়নও হবে। তাদের জেলা থেকে আস্তে আস্তে পদায়ন করা হবে। এদিকে একই দিনে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ২৭ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়। এই পদোন্নতির পরই দ্রুত তাদের পদায়নের কথা থাকলেও দ্বাদশ জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে রেখে তাদের পদায়ন দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ সদর দফতরের একটি সূত্র।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা