ব্রিটেনে কয়েক দশক আগে হিউম্যান হরমোন নেওয়া এক ব্যক্তি আলঝেইমার রোগে আক্রান্ত হয়েছেন। আর এতে ধারণা করা হচ্ছে, এ রোগ ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমণ হতে পারে। শিশু বয়সে বিভিন্ন ট্রিটমেন্টের কারণে আলঝেইমার হয়েছে এমন তিনটি ঘটনা শনাক্ত করা হয়েছে। নতুন গবেষণায় দেখা গেছে, অনেকেই অন্য মানুষের সংস্পর্শে এসে এ রোগে আক্রান্ত হয়েছেন। ধারণা করা হয়, এসব মানুষ মৃত দাতাদের কাছ থেকে এ রোগের জীবাণু পেয়েছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালসের গবেষকদের মতে, আলঝেইমার রোগ বুঝতে এবং চিকিৎসার জন্য এ নতুন ফলাফল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আলঝেইমার সংক্রমণের বিরল ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিতের জন্য চিকিৎসা সিস্টেমগুলো পর্যালোচনা করা উচিত। জানা গেছে, আলঝেইমারের ক্ষেত্রে মস্তিষ্কে প্রোটিন ডেভেলপ হতে থাকে এবং সাধারণত প্রাপ্তবয়স্করা পরবর্তীতে কোনো পারিবারিক ইতিহাস না থাকলেও এ রোগে আক্রান্ত হয়। খুব কম ক্ষেত্রে এটি উত্তরাধিকারসূত্রে কিংবা ত্রুটিপূর্ণ জিনের কারণে ঘটে থাকে। গবেষণায় দেখা গেছে, আক্রান্তরা মৃত দাতাদের কাছ থেকে নেওয়া এক ধরনের ক্যাডেভার ডিরাইভড হিউম্যান গ্রোথ হরমোন গ্রহণ করেছিলেন। ১৯৫৯ থেকে ’৮৫ সালের মধ্যে ব্রিটেনে কমপক্ষে ১ হাজার ৮৪৮ জনের চিকিৎসার জন্য এ হরমোন ব্যবহার করা হয়েছিল। এসব মানুষের অনেকের পরে আলঝেইমার হয়েছে। লন্ডনের ন্যাশনাল হসপিটাল ফর নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারিতে আটজনের ওপর সাম্প্রতিক গবেষণায় রিপোর্ট করা হয়েছে। এদের প্রত্যেকেই শৈশবে ক্যাডেভার ডিরাইভড হিউম্যান গ্রোথ হরমোন গ্রহণ করেছিলেন। তার মধ্যে পাঁচজনের ডিমেনশিয়ার লক্ষণ ছিল। এসব মানুষ হয় ইতোমধ্যে আলঝেইমারে আক্রান্ত হয়েছেন কিংবা আক্রান্তের পথে। তাদের বয়স যখন ৩৮ থেকে ৫৫ বছর হয়ে যায় তখন থেকে তারা একটি শারীরিক প্রতিবন্ধকতার লক্ষণ দেখতে থাকেন। গবেষকরা বলেছেন, অস্বাভাবিকভাবে অল্প বয়সে এ রোগীদের লক্ষণগুলো দেখা দেয়। তাই তাদের স্বাভাবিক আলঝেইমার ছিল না।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
অষ্টম কলাম। গবেষণা প্রতিবেদন
আলঝেইমার রোগ সংক্রমিত হয়!
যুক্তরাজ্য অফিস
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর