ব্রিটেনে কয়েক দশক আগে হিউম্যান হরমোন নেওয়া এক ব্যক্তি আলঝেইমার রোগে আক্রান্ত হয়েছেন। আর এতে ধারণা করা হচ্ছে, এ রোগ ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমণ হতে পারে। শিশু বয়সে বিভিন্ন ট্রিটমেন্টের কারণে আলঝেইমার হয়েছে এমন তিনটি ঘটনা শনাক্ত করা হয়েছে। নতুন গবেষণায় দেখা গেছে, অনেকেই অন্য মানুষের সংস্পর্শে এসে এ রোগে আক্রান্ত হয়েছেন। ধারণা করা হয়, এসব মানুষ মৃত দাতাদের কাছ থেকে এ রোগের জীবাণু পেয়েছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালসের গবেষকদের মতে, আলঝেইমার রোগ বুঝতে এবং চিকিৎসার জন্য এ নতুন ফলাফল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আলঝেইমার সংক্রমণের বিরল ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিতের জন্য চিকিৎসা সিস্টেমগুলো পর্যালোচনা করা উচিত। জানা গেছে, আলঝেইমারের ক্ষেত্রে মস্তিষ্কে প্রোটিন ডেভেলপ হতে থাকে এবং সাধারণত প্রাপ্তবয়স্করা পরবর্তীতে কোনো পারিবারিক ইতিহাস না থাকলেও এ রোগে আক্রান্ত হয়। খুব কম ক্ষেত্রে এটি উত্তরাধিকারসূত্রে কিংবা ত্রুটিপূর্ণ জিনের কারণে ঘটে থাকে। গবেষণায় দেখা গেছে, আক্রান্তরা মৃত দাতাদের কাছ থেকে নেওয়া এক ধরনের ক্যাডেভার ডিরাইভড হিউম্যান গ্রোথ হরমোন গ্রহণ করেছিলেন। ১৯৫৯ থেকে ’৮৫ সালের মধ্যে ব্রিটেনে কমপক্ষে ১ হাজার ৮৪৮ জনের চিকিৎসার জন্য এ হরমোন ব্যবহার করা হয়েছিল। এসব মানুষের অনেকের পরে আলঝেইমার হয়েছে। লন্ডনের ন্যাশনাল হসপিটাল ফর নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারিতে আটজনের ওপর সাম্প্রতিক গবেষণায় রিপোর্ট করা হয়েছে। এদের প্রত্যেকেই শৈশবে ক্যাডেভার ডিরাইভড হিউম্যান গ্রোথ হরমোন গ্রহণ করেছিলেন। তার মধ্যে পাঁচজনের ডিমেনশিয়ার লক্ষণ ছিল। এসব মানুষ হয় ইতোমধ্যে আলঝেইমারে আক্রান্ত হয়েছেন কিংবা আক্রান্তের পথে। তাদের বয়স যখন ৩৮ থেকে ৫৫ বছর হয়ে যায় তখন থেকে তারা একটি শারীরিক প্রতিবন্ধকতার লক্ষণ দেখতে থাকেন। গবেষকরা বলেছেন, অস্বাভাবিকভাবে অল্প বয়সে এ রোগীদের লক্ষণগুলো দেখা দেয়। তাই তাদের স্বাভাবিক আলঝেইমার ছিল না।
শিরোনাম
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা