ব্রিটেনে কয়েক দশক আগে হিউম্যান হরমোন নেওয়া এক ব্যক্তি আলঝেইমার রোগে আক্রান্ত হয়েছেন। আর এতে ধারণা করা হচ্ছে, এ রোগ ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমণ হতে পারে। শিশু বয়সে বিভিন্ন ট্রিটমেন্টের কারণে আলঝেইমার হয়েছে এমন তিনটি ঘটনা শনাক্ত করা হয়েছে। নতুন গবেষণায় দেখা গেছে, অনেকেই অন্য মানুষের সংস্পর্শে এসে এ রোগে আক্রান্ত হয়েছেন। ধারণা করা হয়, এসব মানুষ মৃত দাতাদের কাছ থেকে এ রোগের জীবাণু পেয়েছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালসের গবেষকদের মতে, আলঝেইমার রোগ বুঝতে এবং চিকিৎসার জন্য এ নতুন ফলাফল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আলঝেইমার সংক্রমণের বিরল ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিতের জন্য চিকিৎসা সিস্টেমগুলো পর্যালোচনা করা উচিত। জানা গেছে, আলঝেইমারের ক্ষেত্রে মস্তিষ্কে প্রোটিন ডেভেলপ হতে থাকে এবং সাধারণত প্রাপ্তবয়স্করা পরবর্তীতে কোনো পারিবারিক ইতিহাস না থাকলেও এ রোগে আক্রান্ত হয়। খুব কম ক্ষেত্রে এটি উত্তরাধিকারসূত্রে কিংবা ত্রুটিপূর্ণ জিনের কারণে ঘটে থাকে। গবেষণায় দেখা গেছে, আক্রান্তরা মৃত দাতাদের কাছ থেকে নেওয়া এক ধরনের ক্যাডেভার ডিরাইভড হিউম্যান গ্রোথ হরমোন গ্রহণ করেছিলেন। ১৯৫৯ থেকে ’৮৫ সালের মধ্যে ব্রিটেনে কমপক্ষে ১ হাজার ৮৪৮ জনের চিকিৎসার জন্য এ হরমোন ব্যবহার করা হয়েছিল। এসব মানুষের অনেকের পরে আলঝেইমার হয়েছে। লন্ডনের ন্যাশনাল হসপিটাল ফর নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারিতে আটজনের ওপর সাম্প্রতিক গবেষণায় রিপোর্ট করা হয়েছে। এদের প্রত্যেকেই শৈশবে ক্যাডেভার ডিরাইভড হিউম্যান গ্রোথ হরমোন গ্রহণ করেছিলেন। তার মধ্যে পাঁচজনের ডিমেনশিয়ার লক্ষণ ছিল। এসব মানুষ হয় ইতোমধ্যে আলঝেইমারে আক্রান্ত হয়েছেন কিংবা আক্রান্তের পথে। তাদের বয়স যখন ৩৮ থেকে ৫৫ বছর হয়ে যায় তখন থেকে তারা একটি শারীরিক প্রতিবন্ধকতার লক্ষণ দেখতে থাকেন। গবেষকরা বলেছেন, অস্বাভাবিকভাবে অল্প বয়সে এ রোগীদের লক্ষণগুলো দেখা দেয়। তাই তাদের স্বাভাবিক আলঝেইমার ছিল না।
শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা