ব্রিটেনে কয়েক দশক আগে হিউম্যান হরমোন নেওয়া এক ব্যক্তি আলঝেইমার রোগে আক্রান্ত হয়েছেন। আর এতে ধারণা করা হচ্ছে, এ রোগ ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমণ হতে পারে। শিশু বয়সে বিভিন্ন ট্রিটমেন্টের কারণে আলঝেইমার হয়েছে এমন তিনটি ঘটনা শনাক্ত করা হয়েছে। নতুন গবেষণায় দেখা গেছে, অনেকেই অন্য মানুষের সংস্পর্শে এসে এ রোগে আক্রান্ত হয়েছেন। ধারণা করা হয়, এসব মানুষ মৃত দাতাদের কাছ থেকে এ রোগের জীবাণু পেয়েছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালসের গবেষকদের মতে, আলঝেইমার রোগ বুঝতে এবং চিকিৎসার জন্য এ নতুন ফলাফল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আলঝেইমার সংক্রমণের বিরল ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিতের জন্য চিকিৎসা সিস্টেমগুলো পর্যালোচনা করা উচিত। জানা গেছে, আলঝেইমারের ক্ষেত্রে মস্তিষ্কে প্রোটিন ডেভেলপ হতে থাকে এবং সাধারণত প্রাপ্তবয়স্করা পরবর্তীতে কোনো পারিবারিক ইতিহাস না থাকলেও এ রোগে আক্রান্ত হয়। খুব কম ক্ষেত্রে এটি উত্তরাধিকারসূত্রে কিংবা ত্রুটিপূর্ণ জিনের কারণে ঘটে থাকে। গবেষণায় দেখা গেছে, আক্রান্তরা মৃত দাতাদের কাছ থেকে নেওয়া এক ধরনের ক্যাডেভার ডিরাইভড হিউম্যান গ্রোথ হরমোন গ্রহণ করেছিলেন। ১৯৫৯ থেকে ’৮৫ সালের মধ্যে ব্রিটেনে কমপক্ষে ১ হাজার ৮৪৮ জনের চিকিৎসার জন্য এ হরমোন ব্যবহার করা হয়েছিল। এসব মানুষের অনেকের পরে আলঝেইমার হয়েছে। লন্ডনের ন্যাশনাল হসপিটাল ফর নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারিতে আটজনের ওপর সাম্প্রতিক গবেষণায় রিপোর্ট করা হয়েছে। এদের প্রত্যেকেই শৈশবে ক্যাডেভার ডিরাইভড হিউম্যান গ্রোথ হরমোন গ্রহণ করেছিলেন। তার মধ্যে পাঁচজনের ডিমেনশিয়ার লক্ষণ ছিল। এসব মানুষ হয় ইতোমধ্যে আলঝেইমারে আক্রান্ত হয়েছেন কিংবা আক্রান্তের পথে। তাদের বয়স যখন ৩৮ থেকে ৫৫ বছর হয়ে যায় তখন থেকে তারা একটি শারীরিক প্রতিবন্ধকতার লক্ষণ দেখতে থাকেন। গবেষকরা বলেছেন, অস্বাভাবিকভাবে অল্প বয়সে এ রোগীদের লক্ষণগুলো দেখা দেয়। তাই তাদের স্বাভাবিক আলঝেইমার ছিল না।
শিরোনাম
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
অষ্টম কলাম। গবেষণা প্রতিবেদন
আলঝেইমার রোগ সংক্রমিত হয়!
যুক্তরাজ্য অফিস
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর