ব্রিটেনে কয়েক দশক আগে হিউম্যান হরমোন নেওয়া এক ব্যক্তি আলঝেইমার রোগে আক্রান্ত হয়েছেন। আর এতে ধারণা করা হচ্ছে, এ রোগ ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমণ হতে পারে। শিশু বয়সে বিভিন্ন ট্রিটমেন্টের কারণে আলঝেইমার হয়েছে এমন তিনটি ঘটনা শনাক্ত করা হয়েছে। নতুন গবেষণায় দেখা গেছে, অনেকেই অন্য মানুষের সংস্পর্শে এসে এ রোগে আক্রান্ত হয়েছেন। ধারণা করা হয়, এসব মানুষ মৃত দাতাদের কাছ থেকে এ রোগের জীবাণু পেয়েছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালসের গবেষকদের মতে, আলঝেইমার রোগ বুঝতে এবং চিকিৎসার জন্য এ নতুন ফলাফল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আলঝেইমার সংক্রমণের বিরল ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিতের জন্য চিকিৎসা সিস্টেমগুলো পর্যালোচনা করা উচিত। জানা গেছে, আলঝেইমারের ক্ষেত্রে মস্তিষ্কে প্রোটিন ডেভেলপ হতে থাকে এবং সাধারণত প্রাপ্তবয়স্করা পরবর্তীতে কোনো পারিবারিক ইতিহাস না থাকলেও এ রোগে আক্রান্ত হয়। খুব কম ক্ষেত্রে এটি উত্তরাধিকারসূত্রে কিংবা ত্রুটিপূর্ণ জিনের কারণে ঘটে থাকে। গবেষণায় দেখা গেছে, আক্রান্তরা মৃত দাতাদের কাছ থেকে নেওয়া এক ধরনের ক্যাডেভার ডিরাইভড হিউম্যান গ্রোথ হরমোন গ্রহণ করেছিলেন। ১৯৫৯ থেকে ’৮৫ সালের মধ্যে ব্রিটেনে কমপক্ষে ১ হাজার ৮৪৮ জনের চিকিৎসার জন্য এ হরমোন ব্যবহার করা হয়েছিল। এসব মানুষের অনেকের পরে আলঝেইমার হয়েছে। লন্ডনের ন্যাশনাল হসপিটাল ফর নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারিতে আটজনের ওপর সাম্প্রতিক গবেষণায় রিপোর্ট করা হয়েছে। এদের প্রত্যেকেই শৈশবে ক্যাডেভার ডিরাইভড হিউম্যান গ্রোথ হরমোন গ্রহণ করেছিলেন। তার মধ্যে পাঁচজনের ডিমেনশিয়ার লক্ষণ ছিল। এসব মানুষ হয় ইতোমধ্যে আলঝেইমারে আক্রান্ত হয়েছেন কিংবা আক্রান্তের পথে। তাদের বয়স যখন ৩৮ থেকে ৫৫ বছর হয়ে যায় তখন থেকে তারা একটি শারীরিক প্রতিবন্ধকতার লক্ষণ দেখতে থাকেন। গবেষকরা বলেছেন, অস্বাভাবিকভাবে অল্প বয়সে এ রোগীদের লক্ষণগুলো দেখা দেয়। তাই তাদের স্বাভাবিক আলঝেইমার ছিল না।
শিরোনাম
- দেশের সব গ্যাস কূপে ড্রিলিং কাজ ৭২ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
অষ্টম কলাম। গবেষণা প্রতিবেদন
আলঝেইমার রোগ সংক্রমিত হয়!
যুক্তরাজ্য অফিস
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর