রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
ঢাকা শিশু হাসপাতাল

আতঙ্ক কাটেনি রোগীর স্বজনদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শিশু হাসপাতালে শুক্রবার চতুর্থ তলার কার্ডিয়াক আইসিইউ বিভাগে এসি বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় রোগীর স্বজনদের মাঝে আতঙ্ক গতকালও বিরাজ করছিল।

এর আগে মঙ্গলবার একই হাসপাতালের তৃতীয় তলায় বি-ব্লকের ১৪ নম্বর ওয়ার্ডের সামনের বারান্দায় ইন্টারনেটের ক্যাবল থেকে আগুন লাগে। তবে উভয় ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিন দিনের ব্যবধানে দুই দফা আগুন রোগীর স্বজনদের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। তারা বলছেন, অসুস্থ শিশুদের নিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এটি দেশের সবচেয়ে বড় শিশু হাসপাতাল। অথচ পর্যাপ্ত অগ্নিনির্বাপণব্যবস্থা নেই। হাসপাতালের বেশির ভাগ জায়গায়ই ঝুলে আছে নানা ধরনের তার। ফলে শঙ্কা থাকছে নতুন দুর্ঘটনার।

হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, পঞ্চম তলায় শিশু হৃদরোগ বিভাগের আইসিইইতে আগুনে পুড়ে গেছে বেড, দেয়াল, এসি, ফ্রিজসহ অক্সিজেন সামগ্রী। রুমের দেয়ালসহ সবকিছুতেই কালো ধোঁয়ার আস্তর পড়ে গেছে। ফ্লোরে যেতেই বাতাসে ভেসে আসে পোড়া গন্ধ। ক্ষতিগ্রস্ত রুমটির বেড, চিকিৎসা সরঞ্জামসহ যত্রতত্র ছড়িয়ে থাকা জিনিসপত্র কর্মচারীরা পরিষ্কার করছেন। চিকিৎসক রুমে পুড়ে যাওয়া কম্পিউটার, প্রিন্টার, চেয়ার-টেবিল সরিয়ে নেওয়া হচ্ছে। এ ঘটনার পরও ঝুঁকি নিয়ে চিকিৎসা করাতে হচ্ছে শিশুদের। স্বজনরা জানান, শিশু অসুস্থ তাই এত বড় দুর্ঘটনার পরও ঝুঁকি নিয়ে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন তারা। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি সাংবাদিকদের বলেন, শিশু হাসপাতালে আগুনের ঘটনা অনাকাক্সিক্ষত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সময়মতো সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। পুড়ে যাওয়া ইউনিট ছাড়া পুরো হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শিশু হাসপাতালের উপপরিচালক আয়ুব আলী জানান, বি ব্লকের বিভিন্ন জায়গায় চলছে সংস্কার।

লিনা নামে রোগীর এক স্বজন বলেন, ‘আগুন লাগার সময় আমি আইসিইউর গেটের সামনে ছিলাম। হঠাৎ দেখি ধোঁয়ায় পুরো ফ্লোর অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে সবাইকে ডাকি। দ্রুত আইসিইউর ভিতরে গিয়ে দেখি আমার রোগী (হার্টের রোগী) রানীর (১০ মাস) মাথার ওপরে সিলিংয়ে আগুন জ্বলছে। তখন ভিতরে শুধু দুজন নার্স ছিলেন। তারা আগুন নেভাতে তেমন কিছুই করতে পারছিলেন না। আমি ঈদের আগে হাসপাতালে এসেছি। এখানে আগুন লাগার আগে মঙ্গলবার তৃতীয় তলায় আগুন লেগেছিল। ওই ঘটনার পরও কর্তৃপক্ষ সতর্ক হয়নি।’

সর্বশেষ খবর