যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রানিং মেট হিসেবে যার নাম ঘোষণা করেছেন, তিনি ওহাইও থেকে নির্বাচিত সিনেটর জেডি ভ্যান্স। মি. ট্রাম্প নভেম্বরের নির্বাচনে জয়ী হলে ৩৯ বছর বয়সী মি. ভ্যান্সই হবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট, যিনি এক সময় ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। দুই দিন আগে পেনসিলভানিয়ার বাটলার এলাকায় আয়োজিত সমাবেশে ভাষণ দেওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। ঘটনার পর মিলওয়াকিতে রিপাবলিকান দলীয় কনভেনশনে প্রথম প্রকাশ্যে দেখা গেছে মি. ট্রাম্পকে। এ সময় তার ডান কানে সাদা একটি ব্যান্ডেজ বাঁধা দেখা যায়। এ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ডেলিগেট বা প্রতিনিধি গণনার হিসাবে অন্য প্রার্থীর চেয়ে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হন। এদিকে, ফ্লোরিডার আদালতের বিচারক মি. ট্রাম্পের বিরুদ্ধে ক্লাসিফায়েড ডকুমেন্টস বা গোপন নথি রাখার মামলা বাতিল করে দিয়েছেন। রিপাবলিকান পার্টির এই কনভেনশনে আসা অতিথির মধ্যে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসকেও দেখা গেছে, যিনি ব্রিটেনে এবারের পার্লামেন্ট নির্বাচনে হেরে গেছেন।