মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণে শক্ত পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

ভারতের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের বিষয়ে শক্তভাবে পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ভ্রমণের বিরুদ্ধে শক্তভাবে পরামর্শ দেওয়া হলো। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়কে অতি সতর্কতা অবলম্বন করার, চলাচল সীমিত এবং জরুরি ফোন নম্বরগুলোর মাধ্যমে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।

 

 

সর্বশেষ খবর