সম্প্রতি রাজধানীর প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল কোটা সংস্কার আন্দোলনে উত্তাল। যার পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন চলাকালীন সংঘটিত যুদ্ধাবস্থার বিভিন্ন আলোচিত চিত্র নিয়ে নর্থসাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রাম এবং এনএসইউ টিভি, রেডিও ও ডিজিটাল ল্যাব আয়োজন করেছে ‘আলোকচিত্রে ছাত্রজনতার বিপ্লব’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। বসুন্ধরা আবাসিক এলাকার এনএসইউর প্লাজা এরিয়ায় গতকাল সকাল ১০টায় শুরু হওয়া এই প্রদর্শনী ২৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। এ বিষয়ে এনএসইউর সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম ইমশিয়াত বলেন, প্রতিটি আলোকচিত্রই একেকটি ইতিহাস। আমাদের শিক্ষার্থীদের এই অনন্য অর্জনকে স্মরণীয় করে রাখতে এ আয়োজন। তিনি বলেন, আলোকচিত্রগুলোতে ফুটে উঠেছে ছাত্র আন্দোলনের শুরু থেকে চূড়ান্ত বিজয় পর্যন্ত বিভিন্ন ঘটনা। প্রতিটি ছবিতেই যেন একেকটি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতিচ্ছবি। ফুটে উঠেছে ছাত্র-জনতার সংগ্রামী সময়ের নানা অধ্যায়। আছে পুলিশি নির্যাতনের ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে ছবিগুলো তোলেন বাংলাদেশ প্রতিদিনের ফটো সাংবাদিক রোহেত রাজিব, কালের কণ্ঠের শেখ হাসান ও লুৎফর রহমান, মানব জমিনের জীবন আহমেদ, বিজনেস স্ট্যান্ডার্ডের মেহেদী হাসান, ইনকিলাবের মাসুম এবং সকালসন্ধ্যা ডটকমের হারুন অর রশিদ রুবেলসহ আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রশিল্পী, সাংবাদিক ও সমাজকর্মী শহীদুল আলম, লেখক ও নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, এনএসইউর উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান, এনএসইউর সহকারী অধ্যাপক ড. মো. তৌফিক ই এলাহী প্রমুখ।
শিরোনাম
- শেরপুরে শিশুদের রচনা ও চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টঙ্গীবাড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ইসলামাবাদে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত
- গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
- রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি : গোলাম পরওয়ার
- নেত্রকোনায় শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- নোবিপ্রবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
- খাগড়াছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- বিডিইউতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ‘ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’
- আদানির সাথে চুক্তিটি সঠিক হয়নি : জ্বালানি বিশেষজ্ঞ ড. তামিম
- বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি নিয়ে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ
- চার দিনের সফরে রাতে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
- পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আওয়ামী লীগ নেতাকে ছিনতাই
- বিশ্বনাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ‘আওয়ামী লীগই সংখ্যালঘুদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার চালিয়েছে’
- রামুতে বন্য হাতির আক্রমণে নিহত ১