দেশে প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬১ জন, এ সময়ে মারা গেছেন দুজন। এ নিয়ে ডেঙ্গুতে এ বছর আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৬৬৩, মারা গেছেন ২৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮১। এ ছাড়া বরিশাল বিভাগে ৯৪, চট্টগ্রাম বিভাগে ১৪১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৯, খুলনা বিভাগে ১০৫ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ২১, ময়মনসিংহ বিভাগে ৪৪, রংপুর বিভাগে একজন এবং সিলেট বিভাগে পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে ৮০৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৪৫৫ জন।