রাজধানীর তিন থানার পৃথক পাঁচ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সাবেক এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও একজন পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
গতকাল কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের তিন থানার পৃথক ৫ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমান।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দুটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বিকালে আওয়ামী লীগের সাবেক এই এমপিকে জামালপুর সদর আমলি আদালতে নেওয়া হলে এ আদেশ দেন আদালত। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান জানান, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র-জনতার একটি মিছিল জামালপুর উচ্চ বিদ্যালয় মোড় অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ও গুলি করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাদত হোসেন সাগর ১ নভেম্বর জামালপুর সদর থানায় আবুল কালাম আজাদসহ ১০ আওয়ামী লীগ নেতার নামে অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত প্রতিবেদক জানান, ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও সাদেক খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই বছর খালেদা জিয়ার ওপর রাজধানীর শাহবাগ থানা এলাকায় হামলার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় নজিবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। যুবদল নেতা শামীম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামানকে গ্রেপ্তার দেখানো হয়। একই সঙ্গে পল্টন থানার রমজান মিয়া জীবন হত্যা মামলায় কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামান এবং রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর জামাল মোস্তফার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা-কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।