সুন্দরবন উপকূলের বাংলাদেশের সমুদ্রসীমা থেকে মাছ ধরার সময় ৭৯ জেলে-নাবিকসহ দুটি ফিশিং জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। সোমবার দুপুরে ধরে নিয়ে যাওয়া অত্যাধুনিক এই ফিশিং জাহাজ দুটি হলো এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। এ বিষয়ে সামুদ্রিক মৎস্য দপ্তরে বিষয়টি লিখিতভাবে জানিয়েছে জাহাজ দুটির মালিকপক্ষ। এফভি মেঘনা-৫ এ নাবিকসহ ৩৭ জন ও এফভি লায়লা-২ এ নাবিকসহ ৪২ জন জেলে রয়েছেন। কী কারণে এই ফিশিং জাহাজ নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়টি জানাতে পারেনি ফিশিং জাহাজ দুটির কর্তৃপক্ষ। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সমুদ্রের কোন এলাকা থেকে ফিশিং জাহাজ দুটি ধরে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে সরকারি কোনো কর্তৃপক্ষ সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন অফিস সেক্রেটারি আবিদ হাসান জানান, বাংলাদেশের সমুদ্রসীমার খুলনা অঞ্চল থেকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে যাওয়া এসআর ফিশিং কোম্পানির এফভি লায়লা-২ ফিশিং জাহাজটির মালিক সিদ্দিকুর রহমান। আর সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড কোম্পানির এফভি মেঘনা-৫ ফিশিং জাহাজের মালিক এমএ ওয়াহেদ। সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক জানান, আজ (গতকাল) সকালে জাহাজের নাবিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা জানিয়েছেন, ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি ফিশিং জাহাজ দুটিকে ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাচ্ছে। বিষয়টি আমরা দেশের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদ আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখে তারা ব্যবস্থা নেবেন। সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক মো. আবদুস ছাত্তার জানান, আমি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। খবর নিয়ে জানাতে পারব। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, তিনি মিডিয়ার মাধ্যমে এ ঘটনা শুনেছেন। কোনো চিঠি বা অভিযোগ পাননি। অভিযোগ না পেলে ঘটনাটি কোন লোকেশনে ঘটছে তা-ও আমরা জানতে পারছি না।
শিরোনাম
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
প্রকাশ:
০০:০০,
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
আপডেট:
০২:০৯,
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
৭৯ জেলে-নাবিক ধরে নিয়ে গেছে ভারতীয় বাহিনী
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর