টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগীর ব্যাগ থেকে ৫০০ টাকা চুরির অপারাধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি মধুপুর উপজেলার হাশমত আলীর ছেলে ছানোয়ার হোসেন (৩৭)। এ ঘটনায় রাতেই নিহতের বাবা সদর থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, শারমিন নামের এক নারী হাসপাতালের গাইনি ওয়ার্ডের ভর্তি হন। তিনি ওয়ার্ডের বারান্দায় শুয়ে ছিলেন। এ সময় ছানোয়ার হোসেন শারমিনের ব্যাগ থেকে টাকা চুরি করার সময় হাতেনাতে ধরে পড়েন। পরে শারমিন তার ব্যাগ থাকা ৬৩০ টাকার মধ্যে ১৩০ টাকা দেখতে পান। এ সময় শারমিনের ডাকচিৎকার করলে হাসপাতালে থাকা লোকজন ছানোয়ারকে পিটাতে শুরু করেন। একপর্যায়ে তারা ছানোয়ারকে পিটাতে পিটাতে হাসপাতালের বাইরে নিয়ে আসেন। এ সময় ছানোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহতের নামে সিরাজগঞ্জে দুইটি মাদক মামলা রয়েছে।