বায়ুদূষণের প্রভাবে দেশে বছরে ৫ হাজার ২৫৮ শিশুসহ ১ লাখ ২ হাজার ৪৫৬ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। একই কারণে প্রতি বছর ৯ লাখ মায়ের অকাল প্রসব হচ্ছে। প্রায় ৭ লাখ শিশুর জন্ম হচ্ছে কম ওজন নিয়ে। বায়ুদূষণজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর ৬ লাখ ৭০ হাজার রোগী জরুরি বিভাগে ভর্তি হচ্ছেন। এতে সম্মিলিতভাবে বছরে নষ্ট হচ্ছে ২৬৩ মিলিয়ন কর্মদিবস, যার আর্থিক ক্ষতি কয়েক বিলিয়ন ডলার। এ ছাড়া পরিবারগুলোও আর্থিকভাবে বিপর্যয়ে পড়ছে। ‘বাংলাদেশে জনস্বাস্থ্যের ওপর বাতাসের অতিসূক্ষ্ম বস্তুকণা দূষণের প্রভাব’ শীর্ষক এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর রিসার্চ অন অ্যানার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) ও বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) যৌথ সংবাদ সম্মেলনে গবেষণাটি প্রকাশ করে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বের শীর্ষ দূষিত দেশের তালিকায় স্থান হয়েছে বাংলাদেশের। যেখানে প্রতি ঘনমিটার বাতাসে অতিসূক্ষ্ম বস্তুকণার (পিএম ২.৫) বার্ষিক মান ৭৯ দশমিক ৯ মাইক্রোগ্রাম; যা বার্ষিক জাতীয় মানদন্ড ৩৫ মাইক্রোগ্রামের দ্বিগুণের বেশি। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদন্ড ৫ মাইক্রোগ্রামের তুলনায় ১৫-১৬ গুণ বেশি। বাতাসের এমন চরম দূষণ জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৫ বছরের কম বয়সি শিশুরা।
সিআরইএ-এর বিশ্লেষণে দেখা যায়, বায়ুর মান বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদন্ডে আনতে পারলে মৃত্যুহার ৭৯ শতাংশ হ্রাস পাবে। প্রতি বছর ৮১ হাজার ২৮২জন মানুষের জীবন রক্ষা হবে। সেই সঙ্গে হাঁপানি-শ্বাসকষ্ট, অকাল প্রসব, জরুরি চিকিৎসা এবং বার্ষিক ২৬৩ মিলিয়ন কর্মদিবস ‘অসুস্থতাজনিত ছুটি’ এড়ানো যাবে। এতে দেশের উৎপাদনশীলতা ব্যাপক বৃদ্ধি পাবে। ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৪ অনুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মানুষের গড় আয়ু ২ দশমিক ৭ বছর হ্রাস পেয়েছে। তবে উক্ত প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে নাগরিকদের গড় আয়ু হ্রাস পেয়েছে ৪ দশমিক ৮ বছর।
সিআরইএ-এর বায়ুমান বিশ্লেষক ড. জেমি কেলি বলেন, বাংলাদেশের বায়ুদূষণের কারণে প্রতি বছর হাজার হাজার অপরিণত শিশু, কম ওজনের শিশুর জন্ম এবং শিশু মৃত্যু ঘটছে। দূষণে স্বাস্থ্য ও উৎপাদনশীলতায় যে ক্ষতি হচ্ছে, তাতে জাতীয় আয় কমার পাশাপাশি পরিবারগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করে দিচ্ছে।