অবৈধভাবে বন্দি রাখা বন্যপ্রাণী উদ্ধারে আবারও দিনাজপুরের নবাবগঞ্জের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে অভিযান চালিয়ে ৪৮টি বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করেছে ঢাকার বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি বিশেষ টিম। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, ঢাকা কর্তৃক অভিযান পরিচালিত হয়। গতকাল এ তথ্য নিশ্চিত করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, মঙ্গলবার দিনভর দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। রাতে অভিযান শেষে প্রাণীগুলোকে ডুলাহাজরা ও গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। অসীম মল্লিক জানান, অভিযানে ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ভালুক ৫টি, মায়া হরিণ ৫টি, বানর ১১টি, সাম্বার হরিণ ১৭টি, রাজধনেশ ৫টি, সজারু ২টি, ও ভোদর ১টি। তিনি আরও জানান, ইতিপূর্বে ২৬ জানুয়ারি স্বপ্নপুরীতে প্রথম ধাপে অভিযানে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করে ৫২টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সে সব প্রাণীর পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মঙ্গলবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীন ভাবে বন্যপ্রাণী সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা দন্ডনীয় অপরাধ। বন অধিদপ্তরের নির্দেশনা অনুসারে, উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথ পুনর্বাসনের জন্য গাজীপুর ও ডুলাহাজরা সাফারি পার্কসহ বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্যে হস্তান্তর করা হচ্ছে। অভিযান পরিচালনায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারী সার্বিকদিক নির্দেশনা দেন। অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
বিনোদন কেন্দ্র থেকে ৪৮ বন্যপ্রাণী উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর