অবৈধভাবে বন্দি রাখা বন্যপ্রাণী উদ্ধারে আবারও দিনাজপুরের নবাবগঞ্জের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীতে অভিযান চালিয়ে ৪৮টি বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করেছে ঢাকার বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি বিশেষ টিম। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, ঢাকা কর্তৃক অভিযান পরিচালিত হয়। গতকাল এ তথ্য নিশ্চিত করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, মঙ্গলবার দিনভর দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। রাতে অভিযান শেষে প্রাণীগুলোকে ডুলাহাজরা ও গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। অসীম মল্লিক জানান, অভিযানে ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ভালুক ৫টি, মায়া হরিণ ৫টি, বানর ১১টি, সাম্বার হরিণ ১৭টি, রাজধনেশ ৫টি, সজারু ২টি, ও ভোদর ১টি। তিনি আরও জানান, ইতিপূর্বে ২৬ জানুয়ারি স্বপ্নপুরীতে প্রথম ধাপে অভিযানে ৭৪টি বন্যপ্রাণী জব্দ করে ৫২টি বন্যপ্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সে সব প্রাণীর পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মঙ্গলবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীন ভাবে বন্যপ্রাণী সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা দন্ডনীয় অপরাধ। বন অধিদপ্তরের নির্দেশনা অনুসারে, উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথ পুনর্বাসনের জন্য গাজীপুর ও ডুলাহাজরা সাফারি পার্কসহ বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্যে হস্তান্তর করা হচ্ছে। অভিযান পরিচালনায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারী সার্বিকদিক নির্দেশনা দেন। অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা