আজ থেকে ঢাকাসহ দেশের বেশির ভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রপাতে প্রাণহানির শঙ্কা রয়েছে। তাই এ সময় মানুষকে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ তাদের।
গতকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসের প্রথম সপ্তাহজুড়েই বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় উত্তরপশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। সেসঙ্গে অভ্যন্তরীণ নদী বন্দর ও সমুদ্র বন্দরগুলোতে সতর্কসংকেত দেওয়ার পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আগামীকাল রংপুরসহ ওই সব বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সম্প্রতি কালবৈশাখির সঙ্গে উল্লেখযোগ্য হারে হয় বজ্রপাতও। এতে প্রাণ যায় অন্তত ১৬ জনের। দেশে প্রতি বছর বজ্রপাতপ্রবণ এলাকা বাড়ার পাশাপাশি বজ্রঝড়ের সংখ্যাও বাড়ছে। তাই বজ্রপাতে মৃত্যুরোধে সম্মিলিত সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা। বজ্রধ্বনি শুনবেন যখন, ঘরে যাবেন তখন।