দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন শারজায়। ১৭ ও ১৯ মে মরুশহরে ম্যাচ দুটি খেলবে লিটন বাহিনী। আগের শিডিউলে শারজায় খেলে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়লে শঙ্কার বেড়াজালে আটকে যায় বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ। যদিও বিসিবি বাতিল কিংবা স্থগিত করেনি সফর। তবে সতর্ক অবস্থান নিয়েছিল। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সফরের বিষয়ে সরকারের সবুজসংকেতের অপেক্ষায় রয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ডের এক সূত্র গতকাল জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফরের ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন। বিসিবি এখন সিদ্ধান্ত নেবে পাকিস্তান সফরের বিষয়ে। তার আগে ক্রিকেটারদের সঙ্গে কথা বলবে বিসিবি। শোনা যাচ্ছে, ক্রিকেটারদের সফরের বিষয়ে কোনো প্রকার জোর করবে না বোর্ড। ক্রিকেটার, কোচিং স্টাফদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস পেলেই সফরের তারিখ জানাবে বিসিবি। যদিও পিসিবি পরিবর্তিত একটি সূচি পাঠিয়েছে বিসিবিকে। নিরাপত্তার বিবেচনায় একটি ভেন্যুতে খেলা হতে পারে সিরিজের সব ম্যাচ। পাকিস্তান সিরিজ শুরুর কথা ছিল ২৫ মে। পরিস্থিতির কারণে সিরিজ হয়তো আরও দুই-তিন দিন পেছাতে পারে। ভেন্যু নিয়েও পিসিবির সঙ্গে কথা বলছে বিসিবি। আগের শিডিউলে সিরিজের দুটি ম্যাচের ভেন্যু ছিল ফয়সালাবাদ এবং শেষ তিন ম্যাচের ভেন্যু লাহোর। ২৫ ও ২৭ মে দুটি ম্যাচ ফয়সালাবাদ, ৩০ মে এবং ১ ও ৩ জুন ম্যাচ তিনটি লাহোরে হওয়ার কথা। এখন নতুন শিডিউলে কোন ভেন্যুতে হবে, আলোচনা দুই বোর্ডের মধ্যে। দুই প্রতিবেশীর পরিস্থিতি এখন শান্ত। সেজন্য আগামীকাল শুরু হচ্ছে পিএসএল ও আইপিএল।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
- একটি গোষ্ঠী সু-কৌশলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে : দুদু
- অটোরিকশা চালককে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, গ্রেপ্তার ২
- বিক্ষোভের মুখে চীন সফর বাতিল করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
- তিন মাস পর খুলছে সুন্দরবন, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের প্রাণচাঞ্চল্য
- নাটোরে চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে প্রাণ গেল বৃদ্ধের
- চবি এলাকায় ১৪৪ ধারা জারি
- শাবিতে রক্তদানে উৎসাহিত করতে ‘সঞ্চালন’-এর নতুন উদ্যোগ
- উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান
- কানাডার মন্ট্রিয়লে দু’দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলন শুরু
- সম্পর্ক জোরদারে চীন সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- ইংল্যান্ডে গাড়ির কাঁচ মুছে টাকা দাবি, ‘ভারতীয়’ শিক্ষার্থীর ভিডিও ভাইরাল
- মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে ৬৮তম স্বাধীনতা দিবস
পাকিস্তান সফরে বিসিবিকে সরকারের সবুজসংকেত
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর