দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন শারজায়। ১৭ ও ১৯ মে মরুশহরে ম্যাচ দুটি খেলবে লিটন বাহিনী। আগের শিডিউলে শারজায় খেলে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়লে শঙ্কার বেড়াজালে আটকে যায় বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ। যদিও বিসিবি বাতিল কিংবা স্থগিত করেনি সফর। তবে সতর্ক অবস্থান নিয়েছিল। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সফরের বিষয়ে সরকারের সবুজসংকেতের অপেক্ষায় রয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ডের এক সূত্র গতকাল জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফরের ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন। বিসিবি এখন সিদ্ধান্ত নেবে পাকিস্তান সফরের বিষয়ে। তার আগে ক্রিকেটারদের সঙ্গে কথা বলবে বিসিবি। শোনা যাচ্ছে, ক্রিকেটারদের সফরের বিষয়ে কোনো প্রকার জোর করবে না বোর্ড। ক্রিকেটার, কোচিং স্টাফদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস পেলেই সফরের তারিখ জানাবে বিসিবি। যদিও পিসিবি পরিবর্তিত একটি সূচি পাঠিয়েছে বিসিবিকে। নিরাপত্তার বিবেচনায় একটি ভেন্যুতে খেলা হতে পারে সিরিজের সব ম্যাচ। পাকিস্তান সিরিজ শুরুর কথা ছিল ২৫ মে। পরিস্থিতির কারণে সিরিজ হয়তো আরও দুই-তিন দিন পেছাতে পারে। ভেন্যু নিয়েও পিসিবির সঙ্গে কথা বলছে বিসিবি। আগের শিডিউলে সিরিজের দুটি ম্যাচের ভেন্যু ছিল ফয়সালাবাদ এবং শেষ তিন ম্যাচের ভেন্যু লাহোর। ২৫ ও ২৭ মে দুটি ম্যাচ ফয়সালাবাদ, ৩০ মে এবং ১ ও ৩ জুন ম্যাচ তিনটি লাহোরে হওয়ার কথা। এখন নতুন শিডিউলে কোন ভেন্যুতে হবে, আলোচনা দুই বোর্ডের মধ্যে। দুই প্রতিবেশীর পরিস্থিতি এখন শান্ত। সেজন্য আগামীকাল শুরু হচ্ছে পিএসএল ও আইপিএল।
শিরোনাম
- টিকটকের নাচের ভিডিও বেশ ঝামেলায় ট্রাম্পের নাতনি
- ধুঁকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা
- ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল
- রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানলে ৬ লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই
- ‘পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান’
- “আবাসনের দাবি ন্যায্য”, জবি শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস উপদেষ্টা মাহফুজের
- 'জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে দ্রুত আলোচনায় বসুন'
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. আসিফ নজরুলের সৌজন্য সাক্ষাৎ
- ১৪ মে জবির কালো দিবস ঘোষণা, জুমার নামাজের পর থেকে গণঅনশন
- টানা ৩৩ ঘণ্টা ধরে তিন দফা দাবিতে আন্দোলন করছেন জবি শিক্ষার্থীরা
- পুতিন আর আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটবে না, ইউক্রেন ইস্যুতে ট্রাম্প
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৭৮৯ জন
- চিলি-কলম্বিয়া ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, ফিরলেন মেসি
- ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের
- কমলো স্বর্ণের দাম
- ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে ১৮ বিচ্ছিন্নতাবাদী নিহত
- আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করল “বানৌজা খালিদ বিন ওয়ালিদ”
- মার্কিন পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত
- হানিট্র্যাপে ব্ল্যাকমেইল, ট্রান্সজেন্ডার নারী আটক
- পটুয়াখালীতে মাদক মামলায় চান মিয়ার ৫ বছরের কারাদণ্ড
পাকিস্তান সফরে বিসিবিকে সরকারের সবুজসংকেত
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর