দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন শারজায়। ১৭ ও ১৯ মে মরুশহরে ম্যাচ দুটি খেলবে লিটন বাহিনী। আগের শিডিউলে শারজায় খেলে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়লে শঙ্কার বেড়াজালে আটকে যায় বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ। যদিও বিসিবি বাতিল কিংবা স্থগিত করেনি সফর। তবে সতর্ক অবস্থান নিয়েছিল। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সফরের বিষয়ে সরকারের সবুজসংকেতের অপেক্ষায় রয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ডের এক সূত্র গতকাল জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফরের ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন। বিসিবি এখন সিদ্ধান্ত নেবে পাকিস্তান সফরের বিষয়ে। তার আগে ক্রিকেটারদের সঙ্গে কথা বলবে বিসিবি। শোনা যাচ্ছে, ক্রিকেটারদের সফরের বিষয়ে কোনো প্রকার জোর করবে না বোর্ড। ক্রিকেটার, কোচিং স্টাফদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস পেলেই সফরের তারিখ জানাবে বিসিবি। যদিও পিসিবি পরিবর্তিত একটি সূচি পাঠিয়েছে বিসিবিকে। নিরাপত্তার বিবেচনায় একটি ভেন্যুতে খেলা হতে পারে সিরিজের সব ম্যাচ। পাকিস্তান সিরিজ শুরুর কথা ছিল ২৫ মে। পরিস্থিতির কারণে সিরিজ হয়তো আরও দুই-তিন দিন পেছাতে পারে। ভেন্যু নিয়েও পিসিবির সঙ্গে কথা বলছে বিসিবি। আগের শিডিউলে সিরিজের দুটি ম্যাচের ভেন্যু ছিল ফয়সালাবাদ এবং শেষ তিন ম্যাচের ভেন্যু লাহোর। ২৫ ও ২৭ মে দুটি ম্যাচ ফয়সালাবাদ, ৩০ মে এবং ১ ও ৩ জুন ম্যাচ তিনটি লাহোরে হওয়ার কথা। এখন নতুন শিডিউলে কোন ভেন্যুতে হবে, আলোচনা দুই বোর্ডের মধ্যে। দুই প্রতিবেশীর পরিস্থিতি এখন শান্ত। সেজন্য আগামীকাল শুরু হচ্ছে পিএসএল ও আইপিএল।
শিরোনাম
- আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির
- সেলফি হতে পারে বিপদের কারণ!
- হাসিনাসহ ২৩ জনের হাজিরায় পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
- ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী যুদ্ধ হবে ‘চূড়ান্ত’
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: এবার সরাসরি স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- ফুল গিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, প্রধান উপদেষ্টাকে সিইসি
- পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ১২৯০
- হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই
- যুদ্ধ থামানো নিয়ে আবারও ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ভারতের
- সেপটিক ট্যাংক থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দেবরসহ আটক ২
- হাতিয়ায় যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক ৪, আগ্নেয়াস্ত্র-স্বর্ণ উদ্ধার
- ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই
- আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
- ৪৪ তম বিসিএস পুলিশে প্রথম শাবিপ্রবির শরিফ
- নতুন রাজনৈতিক দল গঠনের সময় এখনই: ইলন মাস্ক
- কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের নতুন কমিটি গঠন
- ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
- ‘ইন্দোনেশিয়ায় আম রপ্তানিতে সর্বাত্মক সহযোগিতা করবে দূতাবাস’
- ইউএসএআইডির সহায়তা বাতিল, প্রায় দেড় কোটি মানুষ মৃত্যুর ঝুঁকিতে
- হাসিনার মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি শুরু
পাকিস্তান সফরে বিসিবিকে সরকারের সবুজসংকেত
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর