ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ১৩টি বগি রাস্তায় রেখেই নেত্রকোনা স্টেশনে পৌঁছায়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ রেললাইনের মগড়া নদীর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
জানা যায়, ট্রেন চলাকালীন স্প্রিং ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ইঞ্জিনের সঙ্গে থাকা একটি বগি নিয়ে চালক নেত্রকোনা স্টেশনে পৌঁছান। বাকি ১৩টি বগি ব্রিজের ওপর পড়ে থাকে। দীর্ঘ সময় ব্রিজের ওপর ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যে ভয়, হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে আটকে পড়া বগিগুলো স্টেশনে পৌঁছাতে রাত পৌনে ১২টা বেজে যায়। ওমান ফেরত মোশাররফ হোসেন সুলতান বলেন, বিমানের পর ট্রেনবিভ্রাট, সব মিলিয়ে বাড়ি পৌঁছাতে নাভিশ্বাস উঠে গেছে। আরেক যাত্রী ফাতেমা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই দেশে যা মন চায় তা-ই হয়। সাধারণ মানুষের কোনো দাম নেই। ট্রেন পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘সব ঠিকঠাক চলছিল। চল্লিশায় এসে বড় ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। আমরা সবাই মিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি।’ নেত্রকোনা বড় স্টেশনের বুকিং সহকারী নজরুল ইসলাম বলেন, আকস্মিক দুর্ঘটনায় শিডিউল বিপর্যয় হয়েছিল। গতকাল সকাল থেকে স্বাভাবিক হয়েছে।