সুনামের সঙ্গে দেড় দশক পেরিয়ে ১৬ বছরে পা রাখল দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। গতকাল বিকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলানিউজ কার্যালয়ে অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। শুভেচ্ছা বক্তব্যে বাংলানিউজের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি, বাংলানিউজটোয়েন্টিফোর.কম দেশের এক নম্বর অনলাইন নিউজ পোর্টাল হবে, ইনশা আল্লাহ। অনেক অনেক শুভকামনা।’
এ সময় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খান, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, বাংলানিউজের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মজিবুর রহমান ইকবাল, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সেক্রেটারি মাসুদুর রহমান মান্নাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম হলো অনলাইন নিউজ পোর্টালের পথিকৃৎ। এ নিউজ পোর্টাল থেকেই অনলাইন সাংবাদিকতায় বিপ্লবের শুভযাত্রা হয়েছে। বাংলানিউজ প্রতিযোগিতায় তাদের ইতিহাস-ঐতিহ্য ধরে রেখে আরও সামনের দিকে এগিয়ে যাবে এ কামনা করি। বিদেশি কূটনীতিকরাও তাদের শুভেচ্ছা বক্তব্যে বাংলানিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির (ইডব্লিউএমজি পিএলসি) অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম। প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল সকাল থেকেই অতিথিদের পদচারণায় মুখর ছিল বাংলানিউজ কার্যালয়। বিভিন্ন সাংবাদিক সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক, রাজনীতিবিদ, কূটনীতিক, ব্যবসায়ী, আমলা, শোবিজ তারকা থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশ প্রতিদিনের পক্ষে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও অনলাইন পোর্টালটির ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর হাতে ফুলের তোড়া তুলে দেন ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের ও নির্বাহী সম্পাদক মন্জুরুল ইসলাম।
দ্বিতীয় বছরে পদার্পণ করল কালের কণ্ঠ মাল্টিমিডিয়া বিভাগ : দেশের শীর্ষস্থানীয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগ পদার্পণ করেছে দ্বিতীয় বছরে। মাত্র এক বছরের পথচলায় পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও আস্থায় দুর্বার গতিতে এগিয়ে চলেছে এ বিভাগ। ২০২৪ সালের ১ জুলাই, একটি বড় চ্যালেঞ্জের মুখে, উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। শুরু থেকেই সমাজ, রাজনীতি, অর্থনীতি ও মানুষের জীবনঘনিষ্ঠ নানা বিষয়ে মাল্টিমিডিয়া কনটেন্ট পৌঁছে গেছে দেশের আনাচেকানাচে। স্বল্প সময়েই এটি হয়ে উঠেছে সত্য ও নির্ভরযোগ্য তথ্যের অন্যতম মাধ্যম।
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সকাল থেকেই কালের কণ্ঠ মিডিয়া ভবনে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। সকাল ৮টার দিকে মাল্টিমিডিয়া বিভাগের কর্মীরা জমায়েত হতে থাকেন। দেশের বিভিন্ন জেলা থেকেও সাংবাদিকরা অনুষ্ঠানে যোগ দেন। বিকাল ৫টায় মাল্টিমিডিয়া ও অনলাইন বিভাগের যৌথ আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদ্যাপন শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন রিমন, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, কালের কণ্ঠের প্রকাশক ময়নাল হোসেন, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা শেখ মুজিবর রহমান ইকবাল, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মন্জুরুল ইসলাম, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী এবং নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ। কেক কাটার পর শুভেচ্ছা বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, ‘এ টিমের সবাই তরুণ, কর্মচঞ্চল ও উদ্যমী। সবার মধ্যে কাজের প্রতি অদম্য ক্ষুধা রয়েছে। তরুণদের হাত ধরেই নতুন জাগরণ আসবে। সাহসের সঙ্গে নিপীড়িত মানুষের কথা তুলে ধরতে হবে। মাল্টিমিডিয়া টিমের প্রতি আমার গভীর আস্থা রয়েছে।’ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন রিমন বলেন, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া আধুনিক সাংবাদিকতায় এক নতুন যুগের সূচনা করেছে। এক সময় সংবাদ ছিল কাগজে, পরে অনলাইনে, এখন মাল্টিমিডিয়া হয়ে উঠেছে ভবিষ্যতের সাংবাদিকতার মূল মাধ্যম। ইতিহাসে লেখা থাকবে বাংলাদেশে মাল্টিমিডিয়া সাংবাদিকতার অগ্রদূত কালের কণ্ঠ। কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, সত্য ও তথ্যে আমরা সবার আগে এই মূলনীতিতে কাজ করছি। সামনে জাতীয় নির্বাচনসহ বড় বড় চ্যালেঞ্জ আসছে।
গুজব, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও পেশাগত সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আমাদের অর্জিত সুনাম ধরে রাখতে হবে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, গত এক বছরে আমরা পাঠকের আস্থা অর্জন করেছি। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মাল্টিমিডিয়া কনটেন্টে নতুন মাত্রা এনেছি। এই সাফল্য পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের ফসল।