রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় ডাকাতদের হামলায় ইসমাইল খান (৮০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সালেহা বেগমও (৭৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোরে বিবির বাগিচা এলাকায় এই ঘটনা ঘটে।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইল খানকে ভোর সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রী সালেহা বেগমকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
বৃদ্ধ দম্পতির মেয়ে সালমা বেগম জানান, বিবির বাগিচার বাড়িটির দোতলায় থাকতেন তার বাবা-মা। ভোরে গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তার বাবা-মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। এ সময় তার বাবা বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মা বাধা দিলে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ডাকাতরা। তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আমরা তদন্ত শুরু করেছি।
আশা করছি, শিগগির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হব।