নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে টিকে থাকতে দলীয় তহবিলের পরিমাণ জানাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধনপ্রত্যাশী দলটির আবেদন যাচাইয়ে অন্তত ছয়টি বিষয়ে প্রাথমিক কিছু তথ্য ঘাটতি/ত্রুটি চিহ্নিত করে ৩ আগস্টের মধ্যে ইসি সচিবালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
তথ্য ঘাটতির মধ্যে রয়েছে- দলের সব জেলা দপ্তরের তালিকা, দুটি জেলা দপ্তরের ভাড়া চুক্তি, ২৫ উপজেলার সদস্য তালিকা, তহবিলের পরিমাণ ও উৎস, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের বিষয়ে স্বাক্ষর, দলীয় গঠনতন্ত্র সংবিধান পরিপন্থি নয়-এমন প্রত্যয়ন ও প্রার্থী মনোনয়নে প্যানেল করার বিধান যুক্ত রাখা হয়নি। নিবন্ধন আবেদনের তথ্য সরেজমিন যাচাইয়ের আগে বিধি অনুযায়ী ত্রুটি/ঘাটতি সংশোধনে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।
ইসির উপসচিব (নির্বাচন সহায়তা ও সমন্বয়) মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি বৃহস্পতিবার এনসিপির আহ্বায়ক বরাবর দলীয় কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এবার ১৪৪টি দল নিবন্ধন আবেদন করেছে। নিবন্ধনপ্রত্যাশী সব দলের আবেদন বাছাইয়ের পর প্রয়োজনীয় ত্রুটি সংশোধনে সময় দিয়েছে ইসি। দলগুলোকে চিঠিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ঘাটতি পূরণ ও শর্তাদি প্রতিপালনে ব্যর্থ হলে আবেদন নিবন্ধন অযোগ্য হবে।
বাছাইয়ে টিকে থাকতে যা পূরণ করতে হবে : ইসি সচিবালয় এনসিপির কাছে দেওয়া চিঠিতে বলেছে, আবেদন যাচাই করা হয়েছে। আরপিওর দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী যাচাইয়ের পর যেসব ত্রুটি/ঘাটতি দেখা গেছে- তা হলো : ঠিকানাসহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা দেওয়া হয়নি; ঢাকা ও সিলেট জেলা দপ্তরের ভাড়া চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই। ঠিকানাসহ সব উপজেলা, থানা দপ্তরের তালিকা দেওয়া হয়নি; ২৫টি উপজেলা/থানায় প্রয়োজনীয় সংখ্যক ভোটার (ন্যূনতম ২০০ জন) সদস্যের অন্তর্ভুক্তি পাওয়া যায়নি। দুটি উপজেলা অফিসের ভাড়ার চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই। আবেদন ফরম-১-এর ফিল্ড নম্বর-৯-এ তহবিলের পরিমাণ উল্লেখ নেই, আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের উৎসের বিবরণীতেও তহবিলের পরিমাণ উল্লেখ নেই। নিবন্ধনের বিষয়ে দলের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের অনুলিপির শেষ পৃষ্ঠায় স্বাক্ষর নেই। দলের গঠনতন্ত্রে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা বা ক্ষেত্রমত, জেলা কমিটির সদস্যদের নিয়ে প্রস্তুত প্যানেল থেকে দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড সংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিধান রাখা হয়নি। দলের কোনো দলিল বা কার্যক্রম সংবিধান পরিপন্থি নয় এবং দলে কোলাবরেটর (স্পেশাল ট্রাইব্যুনাল) অর্ডার ১৯৭২ এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭২ এর অধীন দণ্ডিত কোনো ব্যক্তি নেই- এ ধরনের প্রত্যয়নপত্র যুক্ত করা হয়নি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সংশ্লিষ্ট অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে সংশোধিত গঠনতন্ত্র জমা এবং দল নিবন্ধন বিধিমালার নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় শর্তাদি প্রতিপালনে আবেদনের ত্রুটি সংশোধন করে প্রাথমিক দলিল জমা দেওয়ার কথাও চিঠিতে বলা হয়েছে। নির্ধারিত সময় ৩ আগস্টের মধ্যে প্রয়োজনীয় সংশোধনসহ তথ্য ও দলিলাদি জমার পর নির্বাচন কমিশন সচিবালয় সব দপ্তরে সরেজমিন তদন্তে নামবে।