বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করা হয়েছে। আন্দোলনের ১৫তম দিন গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে বিক্ষোভ করেন ছাত্র-জনতা।
স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের মুখপাত্র নাভিদ নাসিফ বলেন, রবিবার বিকাল ৪টায় জরুরি সংবাদ সম্মেলনে মহিউদ্দিন রনি জানিয়ে দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তদন্ত করে সমস্যার সমাধান করতে হবে। কিন্তু তিনি আসেননি। তাই আজ (মঙ্গলবার) বেলা ১১টায় পুনরায় নথুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থান নিয়ে বিক্ষোভ করা হবে। গতকাল যাত্রীবাহী যানবাহন বিকল্পভাবে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার কোনো যানবাহনকে যেতে দেওয়া হবে না। এদিকে শেরেবাংলা মেডিকেলের প্রধান গেটে অবস্থান নিয়ে আমরণ কর্মসূচি শুরু করেছেন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থী রাইয়ান ইসলাম বলেন, শেরেবাংলা মেডিকেলে দক্ষ জনবল নেই। এখানে এসে কাউকে পাওয়া যায় না। নার্সদের মাথা সবসময় ১০০ ডিগ্রি গরম থাকে। তারা কারও কথা শোনেন না। স্বাস্থ্য উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত বরিশাল এসে সমাধান না করবেন, ততক্ষণ পর্যন্ত অনশন চলবে।
অপরদিকে, বেলা ১১টায় হাসপাতালের তৃতীয় তলার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করেন পরিচালক এ কে এম মশিউল মুনীর। তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টা, সচিব ও মহাপরিচালকের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। তারা পজিটিভ। তারা বরিশালসহ সারা দেশের স্বাস্থ্য সংস্কার বিষয়ে কাজ করছেন। তাদের সময় দিতে হবে। অচিরেই সারা দেশে ৩ হাজার চিকিৎসক ও আগামী মাসে ৩২০০ নার্স নিয়োগ দেওয়া হবে। সে ক্ষেত্রে আমাদের হাসপাতাল তুলনামূলক বেশি চিকিৎসক ও নার্স পাবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছেন।
উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু বলেন, সবচেয়ে বেশি রোগী মেডিসিন বিভাগ থেকে সেবা নেন। মেডিসিন বিভাগটি নতুন ভবনে স্থানান্তর করায় রোগীদের বেশি কষ্ট হচ্ছে। ফলে রোগীদের নানা অভিযোগ আসছে। তাই চলতি সপ্তাহের মধ্যেই মেডিসিন বিভাগটি আগের স্থলে ফিরিয়ে আনা হবে। সে ক্ষেত্রে নতুন ভবনে বহির্বিভাগ স্থানান্তরের কার্যক্রম চলছে।