দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় একের পর এক প্রাণহানি ঘটছে। গতকাল চট্টগ্রাম, পাবনা, নড়াইল ও মাদারীপুরের শিবচরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত নয়জন। এর মধ্যে রয়েছেন নারী, শিশু, মাছ ব্যবসায়ী ও মসজিদের ইমাম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল ও গ্রামাঞ্চলের আঙিনা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চট্টগ্রাম : মহানগরের সিটি গেট এলাকায় ভোরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। সবাই মাছ ব্যবসায়ী ও চালক। তাঁরা হলেন অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮), আকাশ দাস (২৬) ও মো. সোহাগ (৩২)। লাশ পুলিশে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। সোহাগ ওই পিকআপ ভ্যানের চালক, বাকিরা মাছ ব্যবসায়ী। সবার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায়। তাঁরা পিকআপে করে নগরীর ফিশারিঘাটে মাছ সংগ্রহ করতে যাচ্ছিলেন। তাঁরা ছাড়াও ওই পিকআপে আরও কয়েকজন মাছ ব্যবসায়ী ছিলেন। তাঁরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
পাবনা : জেলার ভাঙ্গুড়ায় ভোরে অজ্ঞাত দুই নারী সড়ক দুর্ঘটনায় নিহত হন। বয়স যথাক্রমে ৩৫ ও ৬০। স্থানীয়দের ধারণা, দ্রুতগামী গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে। লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, দুই নারী এ এলাকায় ভিক্ষা করতেন।
নড়াইল : জেলার লোহাগড়ার চরকালনা এলাকায় দুপুরে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় প্রাণ হারান গৃহবধূ ফাতেমা বেগম (৪৫)। তিনি চরকালনা গ্রামের তকদির হোসেন মোল্যার স্ত্রী। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
মাদারীপুর : জেলার শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মারা যান মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমান (৩৭)। ফজরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। মাওলানা রহমান শিবচর উপজেলার দক্ষিণ বাঁশকান্দি ইউনিয়নের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রামের একটি মসজিদের ইমাম।