সিলেটে ঘরের ভিতর থেকে প্রবাসীর স্ত্রী ও মার্কেটের ওপর থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে গোয়াইনঘাট থেকে প্রবাসীর স্ত্রী ও সিলেট নগরীর বারুতখানা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল দুপুরে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈল গ্রামের নিজের বসতঘর থেকে হোসনে আরা বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সৌদি প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। তার চার বছরের এক মেয়ে ও তিন বছরের এক ছেলে রয়েছে। সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহাব উদ্দিন জানান, ঘর থেকে ঝুলন্ত অবস্থায় হোসনে আরা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়। এদিকে, গতকাল সকালে নগরীর বারুতখানার একটি মার্কেটের ছাদের ওপর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে তার কাঁটার একটি প্লাস পাওয়া গেছে।
কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।