কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃবিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার কাতারের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক আগ্রাসনের দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। এ ধরনের কার্যক্রম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ এই অবৈধ ও অযৌক্তিক হামলার মুখে ভ্রাতৃপ্রতিম কাতারের সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিধিবিধানকে অগ্রাহ্য করছে। এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে ব্যাহত করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষত জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।