সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তাঁর স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারি করতে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ মো. আবদুর রহমানের আদালতে এ আবেদন করা হয়। দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, দুদকের একটি মামলায় তাঁরা আসামি।
আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন। সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনুসন্ধান শুরু করেছিল দুদক। ২০২৪ সালের ৫ আগস্টের পর অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের উপপরিচালক মশিউর রহমানকে। চলতি বছরের ১৭ এপ্রিল ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা হয়। তাঁদের নামে যুক্তরাজ্যে ৩৪৩, সংযুক্ত আরব আমিরাতে ২২৮ এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তিসহ অন্যান্য দেশে স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এ ছাড়া গত ৫ মার্চ তাঁদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। পরে ২০২৪ সালের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান ও রুকমিলার দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করেন।
এদিকে সাইফুজ্জামান চৌধুরীর পরিবারের মালিকানাধীন আরামিট গ্রুপের এজিএম উৎপল এবং তাঁদের দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে দুদক। বুধবার রাতে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।