পটুয়াখালীর ফতুল্লা বাজার এলাকায় র্যাবের কোস্টার গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৪ জন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- র্যাবের গাড়িচালক এএসআই আবদুল আলীম (৩০) ও এসআই প্রসেনজিতের ছেলে প্রিয়াস (২)। আহতদের ভর্তি করা হয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও লেবুখালী সম্মিলিত সামরিক হাসপাতালে।
পটুয়াখালী র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, র্যাব-৮ বরিশাল সদর দপ্তরের সদস্যরা পরিবার নিয়ে কুয়াকাটায় বেড়াতে যাচ্ছিলেন। ফতুল্লা এলাকায় বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসের সঙ্গে কোস্টারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল আলীম ও প্রিয়াস। স্থানীয়রা আহতদের উদ্ধারের চেষ্টা করেন। পরে র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার র্যাবের সরকারি কোস্টার গাড়ি উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন- পটুয়াখালীর গলাচিপার ইব্রাহিম, বেল্লাল, রিফাত, নিপা, ইব্রাহিম, সানজিদা, পিয়াস ও শিশু জুনায়েদ, র্যাব পরিবারের সদস্য মাহাবুবা, শিশু মীম ও হৃদয়, ভোলা জেলার কামাল, নড়াইলের শামিমা ও রেহেনা, ঝিনাইদহের ওমর, নীলফামারীর আরোজা, বাগেরহাটের আরিফ, মেঘলা, বরিশালের তাসনিম, ইলিয়াস শেখ, আমতলী উপজেলার যুথি আক্তার, নাজমুল, ফরিদ, রবিউল, শিশু দিনা, সাতক্ষীরার এশা, প্রসেনজিৎ ও শিশু পিয়াস, রাঙ্গাবালী উপজেলার আবদুল্লাহ, বরগুনার নেয়ামত উল্লাহ এবং কামাল হোসেন।