এবার একই দিনে একই প্রশ্নপত্রে এমবিবিএস ও ডেন্টালের (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মানবিক ও মানসিক দক্ষতা বিষয়ে প্রশ্ন থাকবে। ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নের ধরন পরিবর্তনের পাশাপাশি সময়ও বাড়বে বলে জানা গেছে।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘এ বছর এমবিবিএস ও বিডিএস পরীক্ষার বিষয়বস্তুতে পরিবর্তন আনা হচ্ছে। আগে আমরা জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি এবং সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নে পরীক্ষা নিতাম। এবার রসায়ন ও পদার্থ বিষয়ে কিছু মার্কস কমিয়ে মানবিক গুণাবলি ও পেশাগত প্রবণতা যাচাই করার জন্য কিছু প্রশ্ন সাধারণ জ্ঞানের সঙ্গে সংযুক্ত করা হবে। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করেছি কীভাবে প্রশ্নপত্র প্রণয়ন করা যায়। বিসিএসের প্রশ্নে যেমন মানসিক দক্ষতা যাচাই করা হয়, সে রকমভাবে প্রশ্ন তৈরি করা হবে। মেধা এবং পছন্দ বিবেচনায় নিয়েই ভর্তির ক্ষেত্রে কলেজ বরাদ্দ হবে। কিন্তু এ অটোমেশন প্রক্রিয়ায় পদ্ধতিগত কিছু পরিবর্তন আসবে।’ তিনি আরও জানান, ‘এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা একসঙ্গে একই প্রশ্নে অনুষ্ঠিত হবে। বেসরকারি ডেন্টাল কলেজগুলোয় ছয় শর বেশি সিট খালি থাকছে। এমবিবিএস এবং অন্যান্য পরীক্ষা হওয়ার অনেক পরে ডেন্টাল পরীক্ষা হলে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে যায়। তাই এ বছর একই প্রশ্নে ১২ ডিসেম্বর এমবিবিএস ও ডেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন রয়েছে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন ৬ হাজার ২৯৩টি। দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারির বাইরে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। এগুলোয় সব মিলিয়ে ১২ হাজারের বেশি আসন রয়েছে। এ ছাড়া ডেন্টাল কলেজ রয়েছে ২৫টি। এগুলোয় ভর্তির সুযোগ পান ২ হাজার শিক্ষার্থী। সাধারণত প্রতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার পর বিডিএস বা ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর একই প্রশ্নে এক দিনেই দুই কোর্সের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘এ বছর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে মানবিক বিষয় ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। যোগ্য শিক্ষার্থী বাছাইয়ে এ বছর প্রশ্নপত্রে ১০ শতাংশ পরিবর্তন করা হচ্ছে। এ পরিবর্তনের ধারাবাহিকতা অব্যাহত রেখে এটাকে ৫০ শতাংশে নিয়ে যাওয়া হবে। মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক তৈরির উদ্দেশ্যে ভর্তি পরীক্ষাতেই এ বিষয়গুলো সংযুক্ত করা হচ্ছে। যেহেতু প্রশ্নপত্রে পরিবর্তন আনা হচ্ছে এজন্য পরীক্ষার সময় এক ঘণ্টা থেকে কিছুটা বাড়ানোর বিষয়ে চিন্তা করা হচ্ছে।’