প্রথম সন্তানের জন্ম যেকোনো পরিবারের জন্যই আনন্দদায়ক ঘটনা। আবার প্রথম মা বা প্রথম বাবা হওয়ার পর দাম্পত্য জীবনেও আসে পরিবর্তন। বিশেষ করে এখনকার নব্য মায়েরা সন্তান সম্পর্কে আগেকার কালের নারীদের চেয়ে বেশি সচেতন। একই সঙ্গে সচেতন নব্য বাবারাও।
বাড়িতে সন্তানের আগমণে প্রথমেই যে সমস্যা হয় সেটি হল (চেতনাতে না হলেও, অবচেতনে অনেক সময়ই হয়) নবাগতটির সঙ্গে মানিয়ে চলা। যেমন: কোনো কোনো নারী বেশ ঘুমকাতুরে স্বভাবের আর সন্তানের জন্মের পর এসব নারীরা ঘুমের সমস্যায় ভোগেন। এছাড়া বাচ্চার জন্য এমন কিছু কাজ করতে হয়, যেগুলি আগে কখনও করতে হয়নি। আর সন্তান পালন মানে কেবল তাকে খাওয়ানো নয়। তাকে তেল মাখানো, গোসল করানো, ঘুম পাড়ানো ইত্যাদি যে সকল কাজে শিশুটির সঙ্গে সরাসরি যোগাযোগ হয় তেমন কাজ করা প্রয়োজন। সব কাজ মায়ের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না বলে সন্তানের বাবা কিংবা পরিবারের অন্য সদস্যদেরও নব্য মায়ের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
এদিকে, সন্তান জন্মের পর স্বামী-স্ত্রীর মধ্যেও কোনো কোনো ক্ষেত্রে নতুন নতুন সমস্যা দেখা দিতে পারে। সন্তান প্রসবের পর অনেক দম্পতি বুঝতে পারেন না তাদের স্বাভাবিক সম্পর্ক ঠিক কিরকম হওয়া উচিত এবং এই নিয়ে অনেক ভুল ধারণা থাকে যার জন্য কাউন্সিলিং-এর দরকার হয়।
সন্তানের আগমণের পর সবচে' জরুরি হলো মায়ের খাওয়ার দিকে মনযোগ দেয়া। এই সময় একজন মায়ের স্বাভাবিকের চেয়ে ৬৫০ ক্যালরি বেশি লাগে যেহেতু বাচ্চাকে দুধ খাওয়াতে হয়। বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কোনও পুষ্টি যেন বাদ না পড়ে যায় । নতুন মায়ের জন্য ডায়েট চার্ট তৈরি করে নিতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী।