ছেলেরা হাঁটু মুড়ে বসে মেয়েদেরকে আংটি দিয়ে প্রেমের বা বিয়ের প্রস্তাবের জন্য মেয়েরা অপেক্ষা করবে এমনটাই নিয়ম। তবে এখন সেই দিনটার জন্য আর কোনও মেয়েই অপেক্ষা করে থাকে না। বরং ছেলেদের কিছু বলার আগেই মেয়েরাই সেই প্রস্তাব দিয়ে দেয়। তাছাড়া চিরাচরিত প্রথা থেকে একটু বাইরে বেড়িয়ে নতুন নিয়মে চলতেও বেশ ভালোই লাগে।
অনেকেই বলেন, ছেলেদের থেকে মেয়েদেরকেই মিষ্টি লাগে যখন তারা প্রেমের প্রস্তাব দেয় ছেলেদেরকে। তাই আমাদের আজকের এই প্রতিবেদন থেকে এবার দেখে নেওয়া যাক আলাদা আলাদা স্বভাবের মেয়েরা কী ভাবে নিজেদের প্রেম ব্যক্ত করবে প্রিয় মানুষটির কাছে-
১। চুপচাপ চরিত্রের মেয়েরা-
যে সব মেয়েরা একটু চুপচাপ থাকেন তারা তাদের প্রিয় মানুষকে মনের কথা খুব সুন্দর ভাবে ব্যক্ত করতে পারেন। তারজন্য দরকার একটা ফাঁকা জায়গা। বাড়ির ছাদেই আয়োজন করুন প্রিয় মানুষটির জন্য সারপ্রাইজ। মোমবাতি দিয়ে সাজিয়ে লিখতে পারেন ‘ম্যারি মি?’ তবে সব আলো যেন সেই সময় বন্ধ থাকে। মোমবাতির নরম আলোতে আপনি হাঁটু মুড়ে বসে আংটি নিয়ে আপনার প্রিয় মানুষকে বিয়ের প্রস্তাব দিন। আপনার এই স্টাইল কোনওদিনও ভুলতে পারবেন না তিনি।
২। ফিল্মি স্টাইলের যে মেয়েরা-
যে সব মেয়েরা চান একটু নাটকীয়ভাবে নিজের প্রিয় মানুষকে ইমপ্রেস করতে তাদের জন্য এই আইডিয়াটা একদম পারফেক্ট। কবে আপনার সঙ্গে তার প্রথম দেখা, তারপর থেকে আপনি তার ব্যাপারে কতটা ভাবেন সবকিছু নিজের গলায় রেকর্ড করে নিন। এরপর নিজের প্রিয় মানুষের চোখ বন্ধ করে তাকে একটা ফাঁকা ঘরে নিয়ে আসুন। চালিয়ে দিন রেকর্ডিংটা। দেখবেন, রেকর্ডিং শেষ হওয়ার পর চোখ খুলে আপনাকেই খুঁজছে আপনার প্রিয় মানুষটি।
৩। বাস্তববাদী মেয়ে-
যারা কল্পনার জগতে নয়, বাস্তবকে বেশি মেনে চলেন তারাও তাদের প্রিয় মানুষকে নিজেদের মত করে বিয়ের প্রস্তাব দিতে পারেন। পিৎজ্জা রেস্তোঁরাতে গিয়ে কেচআপ সস আর চিজ দিয়ে প্লেটে লিখে দিলেন ‘ম্যারি মি’? দেখবেন পিৎজ্জা খাওয়া ভুলে গিয়ে এক অদ্ভুত হাসি দেখা দেবে আপনার প্রিয় মানুষটির মুখে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর