১১ জুলাই, ২০২১ ১৩:৫০

প্রথমবারের মতো ‘ইশো’ ক্লাবহাউজ'র সাথে নিয়ে এলো লাইফস্টাইল কালেকশন

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো ‘ইশো’ ক্লাবহাউজ'র সাথে নিয়ে এলো লাইফস্টাইল কালেকশন

দেশের উদ্ভাবনী এবং শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘ইশো’ এবং স্বনামধন্য পোশাক ব্র্যান্ড ‘ক্লাবহাউজ’ একযোগে তাদের গ্রাহকদের জন্যে আনতে চলেছে কিছু ট্রেন্ড-সেটিং এবং এক্সক্লুসিভ কালেকশন।

‘পালেরমো কালেকশন’র মাধ্যমে ইশো দেশে এই প্রথম আউটডোর ফার্নিচার কালেকশন নিয়ে এলো  ফার্নিচার এবং ফ্যাশনের এক অনন্য মিশ্রণ সৃষ্টি করবে। 

‘পালেরমো কালেকশন’ সিসিলির রৌদ্রজ্জ্বল উপকূল থেকে অনুপ্রেরণা নিয়ে ডিজাইন করা হয়েছে। এই ফার্নিচার কালেকশনের মাধ্যমে ইশো তার গ্রাহকদের সিসিলির ভূমধ্যসাগরের অপূর্ব সৈকতের জাদুকরী দুনিয়ায় নিয়ে যেতে চায়। ইশো’র ‘অ্যা সামার ফ্যান্টাসি’ ও ‘এসকেপ টু সিসিলি’ ট্যাগলাইনের কালেকশন গ্রাহকদের তাদের কাঙ্খিত জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে তুলবে।  

‘পালেরমো কালেকশন’-এ থাকছে চমৎকার ডিজাইনের ফোল্ডিং চেয়ার এবং টেবিল, যা অতিথিদের সাথে বাইরে বসে উপভোগ করা সেইসব সন্ধ্যাগুলোকে অতুলনীয় করে তুলবে। ফার্নিচারের নজরকাড়া রঙ এবং স্ট্রাইপ এক আনন্দময় অনুভুতি সৃষ্টি করবে। এর লেমন প্যাটার্ন, ফুলের ডিজাইন, আকর্ষণীয় উজ্জ্বল রঙের ব্যবহার সব মিলিয়ে এই কালেকশন সবাইকে মুগ্ধ করবে। 

সেই সাথে এই হালকা ও সহজে বহনযোগ্য চেয়ার এবং টেবিলে পরিপূর্ণতা আনার জন্যে ইশো নিয়ে আসছে প্লেসম্যাট, টেবিল রানার এবং বেড শিট যা গ্রাহকদের তৎক্ষণাৎ এক রৌদ্রজ্জ্বল সৈকতের নির্মল অনুভূতি দিবে।

ইশো’র ওয়েবসাইটে একটি স্পেশাল ল্যান্ডিং পেজে ‘পালেরমো কালেকশন’ পাওয়া যাবে যা গ্রাহকদের আনন্দময় কেনাকাটার অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করবে। আরও থাকছে ইশো’র সামার থিমড কিউরেটেড মিউজিক প্লেলিস্টের সমন্বয়। সেই সাথে ‘ক্লাবহাউজ’-এর পোশাকও পাওয়া যাবে এই ওয়েবসাইটে। 

ইশো সম্পর্কে - 
দেশের এক নম্বর অনলাইন ফার্নিচার ব্র্যান্ড ইশো, বাংলাদেশের সেরা ৩ টি ফার্নিচার ব্র্যান্ডের মধ্যে একটি। ইশো’ই একমাত্র দক্ষিণ এশিয়ান ই-কমার্স ব্র্যান্ড যারা নিজেরা ফার্নিচার প্রস্তুত করে। স্বল্প সময়ের মধ্যে ইশো যতগুলো মাইলফলক অর্জন করেছে তা হলো ব্র্যান্ডটির দর্শন এবং ফার্নিচার শিল্পে নতুনত্ব আনার নিরলস প্রয়াসের প্রমাণ। 

ইশো সাধারণ কিন্তু আধুনিক, সহজে ব্যবহারযোগ্য এবং পরিবেশ-বান্ধব ফার্নিচার বাজারে সহজলভ্য করে তুলছে, যা ফার্নিচার কেনার ক্ষেত্রে দেশিয় ক্রেতাদের দৃষ্টিভঙ্গী বদলাতেও সাহায্য করছে। সাধারণ কিন্তু আধুনিক ডিজাইনের মাধ্যমে পরিবেশবান্ধব ফার্নিচার তৈরি করে কাঠের ব্যবহার কমিয়ে আনতে বিশেষ ভূমিকা রাখছে ইশো।

আধুনিক ফার্নিচারের চাহিদা ও বাজারের মজুদ পণ্যের মধ্যকার শূন্যস্থান পূরণ করাই ইশো’র মূল লক্ষ্য। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.isho.com 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

সর্বশেষ খবর