৫ জুলাই, ২০২২ ১২:১২

রকমারি বইমেলার ‘বেস্টসেলার অ্যাওয়ার্ড’ পেলেন ১২ লেখক

অনলাইন ডেস্ক

রকমারি বইমেলার ‘বেস্টসেলার অ্যাওয়ার্ড’ পেলেন ১২ লেখক

ফিকশন, ননফিকশন, ধর্মীয় ও ক্যারিয়ার-স্কিল এই চারটি বিভাগে ১২ জন বেস্টসেলার লেখক এবং ১২টি বেস্টসেলার বইকে সম্মাননা দিয়েছে অনলাইনে বই বিপণন প্রতিষ্ঠান রকমারি ডটকম। একই সঙ্গে ৩০টি ক্যাটাগরির ৩০ জন লেখক এবং ৩০টি বইকেও সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

ফিকশনে সাদাত হোসাইন, মালিহা তাবাসসুম ও জুনায়েদ ইভান পান এই সম্মাননা। আব্দুল্লাহ ইবনে মাহমুদ, প্রাবন্ধিক মহিউদ্দিন আহমদ এবং পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া বইয়ের জন্য অধ্যাপক আবদুর রাজ্জাককে ননফিকশন বিভাগে সম্মাননা দেওয়া হয়।

রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, ২০১২ সাল থেকে যাত্রা শুরু করে অনলাইন বই বিক্রি প্রতিষ্ঠান রকমারি ডটকম। প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলার পাশাপাশি সারা দেশের মানুষের কাছে ঘরে বসে বইমেলার আনন্দ পৌঁছে দিতে অনলাইন বইমেলার আয়োজন করে রকমারি। আগের বছরগুলোতে বেস্টসেলার অ্যাওয়ার্ড প্রদান করলেও সশরীরে এত বড় আয়োজন এই প্রথম।

রকমারি ডটকমের এই আয়োজনটির সঙ্গে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

সর্বশেষ খবর