আমরা প্রায় সময় ব্ল্যাকহেডস-জনিত সমস্যা নিয়ে চিন্তিত থাকি। কিন্তু আমাদের মাঝে অনেকেই হোয়াইটহেডসের সমস্যায় জর্জরিত। এই হোয়াইটহেডস এক ধরনের ব্রণ, যা মূলত ত্বক থেকে নির্গত তেল বা মৃত কোষ থেকে তৈরি হয়। এর ফলে ত্বকের রন্ধ্র ব্লক হয়ে যায়।
মূলত মৃত কোষ বা তেলের কারণে মুখে ব্রণ দেখা দেয় এবং হোয়াইটহেডসের উদ্ভব ঘটে। সাধারণত হোয়াইটহেডস আপনার মুখের দিকে তাকিয়ে যে কেউ পরিষ্কারভাবে দেখতে পাবে। কিছু ব্যয়বহুল ওষুধ ব্যবহার করে এই সমস্যা সমাধান করা যায়। তবে আপনি চাইলে ঘরোয়া উপায়েও এই সমস্যার সমাধান করতে পারেন। চলুন, জেনে নিই-
হোয়াইটহেডস দূর কারার উপায়
কিছু ঘরোয়া উপায় ব্যবহার করে হোয়াইটহেডস সম্পূর্ণভাবে দূর করতে পারেন।
উপকরণ
বেকিং সোডা-১ টেবিল চামচ
মধু- ১ টেবিল চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ
ব্যবহারবিধি
বেকিং সোডা, মধু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নাকের চারপাশে ঘষুন। এরপর হালকা ম্যাসাজ করে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বেকিং সোডার উপকারিতা : বেকিং সোডা এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে। মৃত ত্বকের কোষ দূর করতে সাহায্য করে এটি।
মধুর উপকারিতা : মধুতে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। এটি ত্বককে তাজা রাখতে এবং ব্রণ কমাতে সাহায্য করে।
লেবুর রসের উপকারিতা : লেবুর রসে সাইট্রিক এসিড থাকে। এটি ত্বকের অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে এবং হোয়াইটহেডস কমাতে সাহায্য করে।
হোয়াইটহেডস থাকুক আর না থাকুক, ওপেন পোর পরিষ্কার করার জন্য সঠিক যত্ন দরকার। তবে একটা কথা মনে রাখবেন, যখন আপনার ত্বকে ব্ল্যাকহেডস দেখা দেবে, বুঝবেন যে আপনার পোরগুলো আংশিকভাবে ব্লক হয়েছে।
আর হোয়াইটহেডস দেখলে বুঝবেন পুরোটাই ক্লগ হয়ে গেছে। যাদের এখনো হোয়াইটহেডস হয়নি, তাদেরও আগে থেকে ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ