১৯ অক্টোবর, ২০১৯ ২১:৪৭

বিএসএফ সদস্যরা বাংলাদেশে এসে 'বাহাদুরি' করেছে: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিএসএফ সদস্যরা বাংলাদেশে এসে 'বাহাদুরি' করেছে: পররাষ্ট্রমন্ত্রী

ড. এ কে আব্দুল মোমেন

রাজশাহীর চারঘাট সীমান্তে গত বৃহস্পতিবার বিজিবি-বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনায় বিএসএফকে দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) সদস্যরা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে ‘বাহাদুরি' দেখিয়েছে৷ এতে বিজিবি বাধ্য হয়েই গুলি করেছে৷  

স্থানীয় সময় শনিবার জার্মানির রাজধানী বার্লিনে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনকে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর, ভারত-বাংলাদেশ চুক্তি, রোহিঙ্গা ইস্যু ও প্রবাসী প্রসঙ্গেও কথা বলেন আব্দুল মোমেন৷

বিএসএফের ওই ঘটনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘তারাই (বিএসএফ) আমাদের এখানে এসেছে এবং এসে তারা বাহাদুরিও করেছে৷ আমাদের ছেলেদের (বিজিবি) তাদের লাস্ট জব হিসেবে বাধ্য হয়ে গুলি করতে হয়েছে৷''

এই বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘‘এটা ওয়ান ইনসিডেন্ট (একটা ঘটনা)৷ একটা ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটেছে৷''

গত দশ বছরে ৩০০ এর বেশি বাংলাদেশি মারা গেছে বিএসএফের গুলিতে এমন তথ্যের প্রেক্ষাপটে মন্ত্রী বলেন, আগে বিএসএফ বছরে অনেকজনকে মেরে ফেলত আমরা তখন কেবল দুঃখ করেছি৷ কিন্তু গত বছর মাত্র তিনজনকে মেরে ফেলেছে৷ একজনের মৃত্যুও অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, আমরা আগে কখনও মামলা করিনি। ভারত এখন নতুন করে করেছে। কোনো ‘পন্ডিতও’ আমাদেরকে আগে মামলা করার কথা বলেননি। আগামীতে বাংলাদেশও এই পথে হাটতে পারে বলে জানান তিনি।

 বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর