২০ অক্টোবর, ২০১৯ ১২:৩৪

মন্ত্রী হলে কি মেনন এ কথা বলতেন: কাদের

অনলাইন ডেস্ক

মন্ত্রী হলে কি মেনন এ কথা বলতেন: কাদের

ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উনি (রাশেদ খান মেনন) এতদিন পরে কথা বলছেন কেন? মন্ত্রী হলে কি তিনি এমন কথা বলতেন? 

গত জাতীয় নির্বাচন ভোটারবিহীন হয়েছে বলে ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের এ প্রশ্ন তুলেছেন। 

আজ সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের।

এসময় তিনি আরও বলেন, এতদিন পর কেন তিনি (মেনন) এ কথা বলছেন? এই সময় কেন? নির্বাচন তো অনেকদিন আগে হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১৯ অক্টোবর) বরিশালে এক অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে (জাতীয় নির্বাচন) জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর