নতুন প্রজন্মই দেশকে আরও এগিয়ে নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ উপলক্ষে সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় তিনি আরও বলেন, নতুন প্রজন্মই দেশকে পৌঁছে দেবে উন্নতির শিখরে। বর্তমান সরকার সেই শিশুদের জন্য অনুকূল ও নিরাপদ একটি বাংলাদেশ উপহার দিতে চায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে যারা শিশু, তাদেরকে যদি আমরা সুস্থ-সুন্দর পরিবেশে বিকাশ লাভের সুযোগ করে দেই, তাহলে তারাই হবে এ দেশের একেকজন আদর্শ ও যোগ্য নাগরিক। দেশের প্রতিটি সেক্টরে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে তারা দেশকে এগিয়ে নেবে।
মন্ত্রী বলেন, যারা প্রতিবন্ধী শিশু, তাদেরও আল্লাহ প্রদত্ত বিশেষ গুণ রয়েছে। তারা অসাধারণ মেধার অধিকারী হয়। আমরা সব শিশুর জন্য একটি নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন