কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, কারাবন্দি খালেদা জিয়া জামিন পাবেন কি পাবেন না, এ দায়িত্ব আমাদের না, এটা আদালতের বিষয়। আদালত যদি খালেদা জিয়াকে জামিনে মুক্ত করে দেয়, তাহলে আমাদের কোন আপত্তি নেই। খালেদা জিয়া প্যারোলে যাবেন না, জামিন নিয়ে বিদেশে চিকিৎসা নিতে চান। ওনি নাকি আপোষহীন নেত্রী। সেই আপোষহীন নেত্রীর এই অবস্থা যে দুর্নীতিতে দেশটাকে নিমজ্জিত করেছিল।
তিনি বলেন, বিএনপির কিছু নেতা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। চিকিৎসার নামে রাজনীতি করে বিএনপি আবার ক্ষমতায় আসতে চাচ্ছে। আপনাদের সেই সুযোগ দেওয়া হবে না। বাংলার জনগণ সেই সুযোগ দিবে না। চিকিৎসার নামে রাজনীতি করার চেষ্টা করবেন না। তাতে আপনারা সফল হবেন না। খালেদা জিয়ার সুচিকিৎসার কোন কমতি নেই। তাকে দেশের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
বেগম খালেদা জিয়ার উদ্দেশ্য তিনি বলেন, আপনাদের পায়ের নিচে মাটি নাই। জনবিছিন্ন হয়ে গেছে দলটি। যদি জনগণ আপনাদের পাশে থাকতো তাহলে আপনাদের আন্দোলন সফল হতো। আপনাদের আন্দোলনে জনগণ আসে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর অনেক উচ্চতায় নিয়ে গেছে। সারা পৃথিবী বাংলাদেশের উন্নয়নে বিষ্ময় প্রকাশ করেছে। কৃষিক্ষেত্রে অনন্য সাফল্য এসেছে। খাদ্যে ঘাটতি নাই।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির।
সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাসুদুল হক মাসুদকে সভাপতি ও আব্দুল হামিদ ভোলাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
এরআগে সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        