স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর ২০০টি দেশের মধ্যে বাংলাদেশ ৬ নম্বর দেশ হিসেবে পাবলিকলি ভ্যাকসিন দিচ্ছে। এখন পর্যন্ত আর অন্য কোনো দেশ দিতে পারে নাই। করোনা নিয়ন্ত্রণ কোনো জাদু-মন্ত্র দিয়ে হয়নি। এর পেছনে অনেক কাজ করতে হয়েছে। যারা জানে না তারাই সমালোচনা করে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আরো বলেন, আমাদের দেশে করোনা সংক্রমণের হার ২ থেকে ৩ ভাগ, আর মৃত্যুর হার হলো দেড় শতাংশ। আমেরিকায় ৪ থেকে ৫ শতাংশ। আমাদের দেশে সুস্থতার হার ৯০ ভাগ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের ওষুধ এখনো বের হই নাই। ভ্যাকসিন এসেছে সকলকে ভ্যাকসিন নেওয়ার আহবান জানান তিনি। এ সময় তিনি বলেন, দেশে একটা ল্যাব থেকে ২০৬টি ল্যাব হয়েছে। এখন হাসপাতালের বেড নাইনটি পার্সেন্ট খালি।
নবনির্বাচিত পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন