তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিএনপি জোট সরকারের আমলে নির্যাতিত বহু আওয়ামী লীগের ক্ষত এখনো শুকায়নি। সিংড়ার মানুষ ৩৭ বছর অবহেলিত ছিল, কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সন্ত্রাসমুক্ত এবং উন্নয়নমুখী চলনবিল উপহার দিয়েছে।
শনিবার প্রতিমন্ত্রী ইটালি ইউনিয়নের শালিখা পাড়া ব্রিজ উদ্বোধন শেষে রাতাল বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু, ইটালি ইউনিয়ন সভাপতি মতিউর রহমান রাজা, সাধারণ সম্পাদক বেলাল খান, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হালিম মো: হাসমত, সহসভাপতি ফরিদুল ইসলাম, সদস্য সুলতান আহমেদ, ইউপি সদস্য আব্দুল জলিল, রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হাবিব দুলাল, ইটালি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দেদার হায়াত প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার