যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়নের ছোঁয়া বইছে। মসজিদ, মাদ্রাসা, বিশ্ব ইজতেমা ময়দান ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আধুনিকায়নে রুপ নিয়েছে। এভাবেই আগামী দিনে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
রবিবার বিকালে টঙ্গী ৪৬ নম্বর ওয়ার্ড নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুই শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে এক কোটি টাকা আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নূরুর সভাপতিত্বে মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াছ, ফজলুল হক, আঞ্চলিক শ্রমিক নেতা মতিউর রহমান, কৃষকলীগ নেতা হেলাল উদ্দিন ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রেজাউল করিম প্রমুখ।
বক্তব্য শেষে প্রধান অতিথি টঙ্গী, গাছা, কাউলতিয়া ও গাজীপুর সদর এলাকার ২০৫ ধর্মীয় প্রতিষ্ঠানে এক কোটি পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
বিডি প্রতিদিন/এমআই