নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জনগণকে স্বাধীনতা এনে দিয়েছে, আর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
সোমবার সকালে নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ঘাগড়াখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এদেশ মাছে ভাতে বাঙালি। বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কালের বিবর্তনে পলি পড়ে দেশের বেশিরভাগ নদ-নদী, খাল বিল ভরাট হয়ে যাওয়ায় মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। মাছের উৎপাদন বৃদ্ধি কল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পর্যায়ক্রমে দেশের সকল নদ-নদী ও খাল বিল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব নদ-নদী ও খাল বিল খনন করা হলে একদিকে শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে কৃষির উৎপাদন বৃদ্ধি করা যাবে। অপরদিকে আমিষের অভাব পূরণে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। খাল খননে সবাইকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান আশরাফ আলী খান ।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুন, জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম ও নজরুল ইসলাম ফকিরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
বিডি প্রতিদিন/এমআই