জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেছেন, করোনাকালীন বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে ঘরে বসেছিল। তারা ভেবেছিল করোনা পরিস্থিতিতে মানুষ বিপদে পড়বে। আর তারা সরকারের ভুল ধরবে। কিন্তু করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।
সোমবার বিকেল ৪টার দিকে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে জনসভায় এসব কথা বলেন তিনি। গাংনী উপজেলা ও পৌরসভার উন্নয়নের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম।
প্রতিমন্ত্রী বলেন, মেহেরপুরে আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো সরকার উন্নয়ন করেনি। ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুরে যেমন উন্নয়ন হচ্ছে, তেমনইভাবে গাংনী উপজেলার উন্নয়ন করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান, মেয়রসহ জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া মানেই উন্নয়ন সম্ভব। সেক্ষেত্রে গাংনীতে আওয়ামী লীগের ভিত্তি অনেক মজবুত। তাই গাংনীকে উন্নয়নে ভরপুর করতে প্রধানমন্ত্রীর উন্নয়নের অংশ হিসেবে এখানেও উন্নয়ন করার সর্বাত্মক চেষ্টা করা হবে।
গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন।
আরও বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফররাজ হোসেন মৃদুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ও উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই