১০ এপ্রিল, ২০২১ ১৪:৪৫

দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে: আইনমন্ত্রী

শনিবার রাজধানীতে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নেন আইনমন্ত্রী। ছবি- পিআইডি

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নেওয়ার প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমি মনে করি, দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সবাইকে এই টিকা দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে।’

আজ শনিবার রাজধানীতে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় নাগরিকদের দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার অনুরোধ জানান আইনমন্ত্রী।

কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে, সরকার অত্যন্ত কঠোর হবে 

সম্প্রতি হেফাজতের কর্মসূচি প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদ ঘোষণা’ ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে। দেশে কেউ অরাজকতা সৃষ্টি অথবা জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে, সরকার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। 

তিনি বলেন, ‘জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছে। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর