মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ইলিশের বৃদ্ধি বাড়াতে বর্তমান সরকার ইলিশের অভয়ারণ্য করেছে। ইলিশের প্রজেক্ট নেওয়া হয়েছে। ফলে এবারের ইলিশের আকার ও পরিমাণ আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।
শুক্রবার সকালে পিরোজপুর সার্কিট হাউজে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের জেলা পর্যায়ের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, জাটকা নিধন ঠেকাতে ইলিশের বন্ধ মৌসুমে বরফ কল বন্ধ রাখা হয়েছে। ফলে বর্তমান সরকার ভাতে মাছে বাঙালির মাছের আকাল থেকে দেশকে ফিরেয়ে এনেছে। এছাড়া বর্তমান সরকার বিলুপ্ত প্রজাতির মাছ ফিরিয়ে আনতে লাইফ জীন ব্যাংক স্থাপন করেছে। ফলে যেমন সচল হবে জাতীয় ও গ্রামীণ অর্থনীতির চাকা, তেমনি দূর হবে বেকারত্ব ও আমিষের চাহিদা।
পিরোজপুর জেলা মৎস্য অফিস ও মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।
বিডি প্রতিদিন/এমআই