মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, শিশু দিবাযত্ন কেন্দ্র সেবা নিশ্চিত করা গেলে কর্মজীবী মায়েরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে। এর ফলে শিক্ষিত ও দক্ষ নারীরা কর্মস্থলে প্রবেশ করতে উৎসাহিত হবে। বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় দেশে ১১৯টি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করা হচ্ছে।
আজ রবিবার রাজধানীর মতিঝিলে মহিলা বিষয়ক অধিদপ্তরে নতুন আরেকটি শিশু দিবাযত্ন কেন্দ্র উদ্ধোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিতব্য মহিলা কমপ্লেক্স ভবন এবং সকল বৃহৎ ও সুউচ্চ সরকারি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে। মতিঝিল অফিসপাড়ার কর্মজীবী মায়েদের সুবিধার জন্য এই ডে-কেয়ার সেন্টারটি স্থাপন করা হয়েছে।
জানা যায়, মহিলাবিষয়ক অধিদপ্তরের ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় মতিঝিলের বিসিআইসি ভবন-২ এ ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। তিন হাজার নয়শত বর্গফুট আয়তনের এ শিশু দিবাযত্ন কেন্দ্রে ষাটজন শিশু সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত থাকার সুবিধা পাবে। এসময় শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, সকাল-বিকালের নাস্তা ও দুপুরের খাবার দেয়া হবে। শিশু দিবাযত্ন কেন্দ্রটিতে রয়েছে শিশুদের বিভিন্ন খেলনা ও সাংস্কৃতিক চর্চার সুবিধা।
বিডি প্রতিদিন/আরাফাত