তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ওয়ান ইলেভেনের কুশীলব তারা আবার সরব হয়েছে। নির্বাচন এগিয়ে আসছে তাই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, গুজব রটানো হচ্ছে। ওয়ান ইলেভেনের উপকারভোগীরা আবার সরব হয়েছে। তারা এয়ার কন্ডিশন রুমে বসে জাতিকে নছিহত দিচ্ছে। এটা অশুভ লক্ষণ, এটা ষড়যন্ত্র। তাদের সাথে বিএনপিও উঁকিঝুকি শুরু করেছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ড. হাছান মাহমুদ।
রবিবার দুপুরে শহরের শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন ড. হাছান মাহমুদ। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
এর আগে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৭ বছর পর সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল