পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক। সেগুলো চলমান আছে। শুধু তাই নয়, সেগুলো আগের থেকে আরও শক্তিশালী হয়েছে।
আজ দুপুরে সিলেটে জেলা পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র তো বহু দেশের উপর বহু নিষেধাজ্ঞা দিয়ে থাকে। র্যাব প্রধানের প্রতি নিষেধাজ্ঞাও এর অংশ। এসব নিষেধাজ্ঞা আসে-যায়। এটি বড় কোনো বিষয় নয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়ে আমরা কাজ করছি। যাতে আমাদের সম্পর্ক আরও ভালো হয়। যদি আমাদের কোনো দুর্বলতা থাকে তবে সেগুলো দূর করার চেষ্টা করা হবে।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট, ২০২২/আরাফাত