পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যারা বিনাশী রাজনীতি করতে চায়, উন্নয়নে বাধা সৃষ্টি করতে চায়, জনগণকে সাথে নিয়ে তাদের অতীতের মতো আইনানুগভাবে মোকাবিলা করা হবে। এটা আমাদের দলের প্রধান শেখ হাসিনার নির্দেশনা। আর বিনাশী শক্তিকে মোকাবিলার অভিজ্ঞতা বাংলাদেশ আওয়ামী লীগের আছে।
শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, দুর্ভিক্ষের যে আশঙ্কার কথা প্রধানমন্ত্রী বলেছেন, সেই ঝড় হতে পারে, নাও হতে পারে। একটা বিপদ আসতে পারে, সেই আশঙ্কা থেকে প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেছেন। তার কাছে এমন কিছু তথ্য আছে, যেটা আমার কাছে নেই। সরকার প্রধান হিসেবে অনেক দেশী-বিদেশি সংস্থা, গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি, এক্সপার্টদের কাছ থেকে তিনি তথ্য পান। সেই আলোকে তিনি কিছু মন্তব্য করেছেন এবং যথার্থই করেছেন। তাই আমাদের যেকোনো ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। ভালোর জন্য আশা করা এবং মন্দের জন্য তৈরি থাকা-এভাবেই আমাদের এগোতে হবে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত সুপার আবু সাঈদ ও জেলা সমবায় কর্মকর্তা বশির আহমেদ প্রমুখ। এর আগে, জাতীয় সমবায় দিবস উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সমবায়ীরা।
বিডি প্রতিদিন/এমআই