বরিশাল বিভাগীয় পর্যায়ে অপরাজিতাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর বান্দ রোডের ইউরো কনভেনশন হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।
বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমএ জলিল, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু, জেলা জাসদ সভাপতি আবদুল হাই মাহবুব, পিরোজপুর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক, বরিশাল জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদক পূস্প রানী চক্রবর্তীসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার নারী ও পুরুষ রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সদস্যরা।
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীদের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। নারীদের ভাগ্যোন্নয়ন করেছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনেছেন। এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করা প্রয়োজন।
বিডি প্রতিদিন/এমআই