ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধ বাংলাদেশে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার দুপুরে সিলেটের শিবেরবাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়কের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ইসরায়েলের সাথে আমাদের কোন ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতি দেয়নি। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতে পারে। আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই।’
ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘ফিলিস্তিন-ইসরায়েল ২টি আলাদা রাষ্ট্র না হলে সেখানে শান্তি আসবে না।’ এদিন, বিকেলে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
বিডি-প্রতিদিন/শফিক