বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দেয়াল লিখন কর্মসূচির উদ্বোধন করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির উদ্বোধনকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপিকে নিয়ে বার বার ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে এই দলটিকে ভেঙে ফেলার, ধ্বংস করবার জন্য। কিন্তু কখনোই বিএনপিকে ধ্বংস করতে পারেনি।
তিনি আরও বলেন, বিএনপি একটা প্রবাহমান স্রোতস্বিনী নদী, সে বয়ে চলেছে। এখানে কেউ এসেছে, কেউ গেছে কখনো। কিন্তু বিএনপির গতিকে কেউ রুদ্ধ করতে পারেনি।
বিএনপির এই নেতা বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। আজকে আমরা শপথ নিয়েছি, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সে বিজয়কে আমরা স্বস্তির হতে দেবো।
বিডি প্রতিদিন/আরাফাত