বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, প্রয়োজনে জনগণ আবারও রক্ত দেবে তবুও বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ছাড়া হবে না। বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, বিচার বিভাগের কোন স্বাধীনতা ছিল না।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে কক্সবাজারের মহেশখালী কলেজ মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাস্টার শামিম ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজপথে লগি-বৈঠারর তাণ্ডব এ দেশের জনগণ ভোলেনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবুতাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, কর্মপরিষদ সদস্য জাকের হোছাইন, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।
বিডি প্রতিদিন/এমএস