বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে অন্য কোনো দেশের চোখ রাঙানি দেখার জন্য নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিবেশীসহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব চায়, প্রভুত্ব বা আধিপত্য নয়।’
হালুয়াঘাট মুক্ত দিবস উপলক্ষে আজ শনিবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে ময়মনসিংহ উত্তর জেলা জাসাসের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । আলোচনা সভার পর নাটক ‘অনুসন্ধান’ মঞ্চস্থ হয়।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার লক্ষ লক্ষ শহীদের রক্তে কেনা, কারো দয়ার দান নয়। বাংলাদেশের শাসন ক্ষমতার পরিবর্তন জনগণের ইচ্ছায়, অন্য কোনো দেশের ইচ্ছায় হবে না।’
তিনি বলেন, ‘গত ১৫ বছর আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নিয়ে প্রহসন সৃষ্টি করেছিল। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে মরণপণ সংগ্রাম করেছে। আওয়ামী লীগ জনগণের ওপর নির্মম দমন নিপীড়ন চালিয়ে কর্তৃত্ববাদী দুঃশাসন ও ভারতের আধিপত্য বিস্তার করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করেছিল।’
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ছাত্র জনতার গণ বিপ্লবে ফ্যসিস্ট হাসিনার পতন ঘটলেও প্রতিবেশী ভারত তা মেনে নিতে পারে নাই। গণহত্যাকারী ফ্যসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আবার ফ্যসিস্ট হাসিনাকে পুনর্বাসনের জন্য অন্যায় প্রচেষ্টা চালাচ্ছে।’
ময়মনসিংহ উত্তর জেলা জাসাসের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহ আহমদ আলী, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামাল খান, আবদুল হাই , অধ্যাপক মোফাজ্জল হোসেন, কাজী ফরিদ আহমেদ পলাশ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, সহ-দফতর সম্পাদক আল আমিন, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, জেলা জাসাস সাধারণ সম্পাদক ফারদিন রহমান তালহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর।
বিডি প্রতিদিন/জুনাইদ